Studypress News
ঢাকায় আন্তর্জাতিক বাংলা সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত
16 Jan 2018

বাংলাদেশ ও ভারতের তিন শতাধিক লেখক-কবি ও সাহিত্যিকদের অংশগ্রহণে রাজধানীর বাংলা একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে তিন দিনের আন্তর্জাতিক বাংলা সাহিত্য সম্মেলন।
শনিবার (১৩ই জানুয়ারি) বিকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পরেই বাংলা একাডেমিতে শুরু হয় সম্মেলনের আনুষ্ঠানিকতা। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জী।
বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলা সাহিত্যের সমকালীন ছোটগল্প, বাংলা সাহিত্যে দেশভাগের অভিঘাত, প্রযুক্তির বিশ্বে বাংলা সাহিত্যের সংকট ও সম্ভাবনা, ভাষা আন্দোলন ও বাংলা ভাষার জাতিসত্তার মতো গুরুত্বপূর্ণ অধিবেশনের পাশাপাশি বাংলা সাহিত্যের নানা প্রসঙ্গ নিয়ে তর্ক-বিতর্কে মেতে ছিলেন কবি-সাহিত্যিকরা।
Important News

Highlight of the week
