Studypress News

Current Affairs December 2017

02 Jan 2018

০১ ডিসেম্বর ২০১৭: 
- ২০১৮ বিশ্বকাপ ফুটবলের  চূড়ান্ত পর্বের গ্রুপিং ও সময়সূচি চূড়ান্তকরণে মস্কোর ক্রেমলিনে ড্র অনুষ্ঠিত।

০২ ডিসেম্বর ২০১৭: 
- তিন দিনের সফর শেষে রোমের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন পোপ ফ্রান্সিস।
- বৈশ্বিক অভিবাসন চুক্তি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র।

০৩ ডিসেম্বর, ২০১৭ : 
- তিনদিনের সরকারি সফরে কম্বোডিয়া যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- জাতিসংঘ মানবাধিকার পরিষদে (UNHCR) রোহিঙ্গাবিষয়ক বাংলাদেশের প্রস্তাবিত রেজ্যুলেশন গৃহীত।
-  ইরান দক্ষিণ-পূর্বাঞ্চলের চাবাহার এলাকায় একটি সমুদ্র বন্দরের কার্যক্রম শুরু করে।

০৪ ডিসেম্বর, ২০১৭: 
- কম্বোডিয়া রাজধানী নমপেনে বাংলাদেশ-কম্বোডিয়া ৯টি সমঝোতা স্মারক ও ১টি চুক্তি স্বাক্ষরিত।
- হুথি বিদ্রোহীদের হামলায় ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ নিহত।
- চীন ও কানাডার মধ্যে ৩টি বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত।
- মুসলমান সংখ্যাগরিষ্ঠ  ৬ টি দেশের নাগরিকদের ওপর ট্রাম্প প্রশাসনের দেয়া ভ্রমণ নিষেধাজ্ঞা পুরোপুরি কার্যকরের নির্দেশ দেন মার্কিন সুপ্রিমকোর্ট।

০৫ ডিসেম্বর, ২০১৭: 
- কম্বোডিয়া তিনদিনের সরকারি সফর শেষে দেশে ফিরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- বিশ্বের প্রথম রোবট নাগরিক সোফিয়াকে নিয়ে একদিনের সফরে বাংলাদেশে আসেন এর নির্মাতা ডেভিড হ্যানসন।
- রোহিঙ্গা ইস্যুতে জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের বিশেষ অধিকার অনুষ্ঠিত এবং মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ  সংঘটিত হয়েছে এ মর্মে একটি প্রস্তাব গৃহীত।
- লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি আনুষ্ঠানিকভাবে তার পদত্যাগপত্র প্রত্যাহার করে নেন।
- যুক্তরাষ্টের ট্যাক্স কোড পরিবর্তনের ঐতিহাসিক বিল সিনেটে পাস।
- কুয়েতের রাজধানী কুয়েত সিটিতে ৩৮তম GCC শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত।
- রোহিঙ্গাদের ওপর জাতিগত নির্মূল অভিযান চালানোর মিয়ানমারের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাস করে যুক্তরাষ্টের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভ।

০৬ ডিসেম্বর, ২০১৭
- বাংলাদেশের শীতলপাটি বয়ন শিল্পকে অধরা সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়  UNESCO।
- পবিত্র জেরুজালেম শহরকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার একতরফা ঘোষণা দেয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

০৭ ডিসেম্বর, ২০১৭: 
- নতুন সংবিধানের আওতায় নেপালের পার্লামেন্ট ও প্রাদেশিক পরিষদ নির্বাচনের দ্বিতীয় দফা ভোটগ্রহণ অনুষ্ঠিত। নির্বাচনে চীনপন্থী বামজোট জয়লাভ করে।

০৮ ডিসেম্বর, ২০১৭ : 
- ঐতিহাসিক BREXIT চুক্তিতে সম্মত হয় ইউরোপীয় ইউনিয়ন (EU) ও যুক্তরাজ্য।
- ইউরোপীয় ইউনিয়ন (EU) ও জাপান একটি মুক্ত বাণিজ্যি চুক্তি করার বিষয়ে সম্মত হয়।

০৯ ডিসেম্বর, ২০১৭ : 
- ইসলামিক স্টেটের (IS)  বিরুদ্ধে যুদ্ধের সমাপ্তি ঘোষণা করে ইরাক।
- শ্রীলংকার দক্ষিণাঞ্চলে অবস্থিত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হাম্বানটোটা সমুদ্র বন্দর ৯৯ বছরের জন্য চীনের কাছে হস্তান্তর করা হয়।

১০ ডিসেম্বর, ২০১৭ : 
- চারটি নতুন বিদ্যুৎ কেন্দ্র ও ১০টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন।
- উদ্বোধন করা হয় যশোরে নির্মিত শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কের।
- প্রথমবারের মতো বৈশ্বিক এক্সচেঞ্জে লেনদেন শুরু করে ডিজিটাল কারেন্সি 'বিটকয়েন'।
- বাগদাদের সুরক্ষিত গ্রিনজোনে সামরিক প্যারেডের মধ্য দিয়ে ইসলামিক স্টেটের (IS) বিরুদ্ধে অর্জিত  বিজয় উদযাপন করে ইরাক।
- আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে চারদিন ব্যাপী বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) মন্ত্রী পর্যায়ের দ্বিবার্ষিক সম্মেলন শুরু।
- ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচন থেকে প্রধান দলগুলোকে নিষিদ্ধ করেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।

১১ ডিসেম্বর, ২০১৭ :
- 'বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (শৃঙ্খলা) বিধিমালা ২০১৭' নামে নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলাবিধির গেজেট প্রকাশিত।
-  জলবায়ু বিষয়ক One Planet Summit-এ যোগ দিতে তিনদিনের রাষ্ট্রীয় সফরে ফ্রান্স যান প্রধানমন্ত্রী।
- জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশ উত্থাপিত 'শান্তির সংস্কৃতি' প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহিত।
- সিনেমার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার ঘোষণা দেয় সৌদি আরব।
- সিরিয়া থেকে আংশিক সেনা প্রত্যাহারের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভাদিমির পুতিন এবং নির্দেশ মোতাবেক সেনা প্রত্যাহারের কাজ শুরু।

১২ ডিসেম্বর, ২০১৭ : 
- নাগরিকদের জরুরি সেবা প্রদানের লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে চালু হয় জাতীয় জরুরি সেবা নম্বর '৯৯৯'।
- প্যারিসে জলবায়ু বিষয়ক One Planet Summit অনুষ্ঠিত।
- বিশ্বের প্রথম দেশ হিসেবে নরওয়ে এফএম রেডিও কার্যক্রম বন্ধ করে দেয়।

১৩ ডিসেম্বর, ২০১৭
ওআইসির বিশেষ শীর্ষ সম্মেলনে (তুরস্কে অনুষ্ঠিত) পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী ঘোষণা। 

১৪ই ডিসেম্বর, ২০১৭
- হাইকোর্ট দেশে হাইড্রোলিক হর্ন প্রস্তুত নিষিদ্ধ করে।  

১৫ই ডিসেম্বর, ২০১৭
- উত্তর কোরিয়ার উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে জাপান।  
- তুরস্কে চালকবিহীন মেট্রোরেলের উদ্বোধন।  

১৬ ডিসেম্বর, ২০১৭
- ভারতের কংগ্রেস এর সভাপতি হিসেবে দায়িত্ব নেন রাহুল গান্ধী।  

১৮ ডিসেম্বর, ২০১৭
- দুইদিনের সফরে বাংলাদেশে আসেন তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদ্রীম। 
- সৌদি আরব কাতারের সাথে তার একমাত্র স্থলবন্দর বন্ধ করে দেয়।  

১৯ ডিসেম্বর, ২০১৭
- বাংলাদেশ ও তুরস্কের মধ্যে দুইটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত।  

২১ ডিসেম্বর, ২০১৭ 
- রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত।  
- জেরুজালেমকে যুক্তরাষ্ট্রের ইসরাইলের রাজধানীর ঘোষণা জাতিসংঘের সাধারণ পরিষদে ভোটাভুটিতে প্রত্যাখ্যান।  
- কাতালোনিয়ায় মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত।  

২৩ ডিসেম্বর, ২০১৭ 
- বিবিসির বর্ষসেরা ক্রীড়া ব্যক্তিত্ব মোহাম্মদ মুখতার জামা ফারাহ। 
- ২০২২ সালের কমনওয়েলথ গেমস বার্মিংহামে অনুষ্ঠিত হবে।  
- বাংলাদেশ অর্থনীতি সমিতির ২০তম সম্মেলন অনুষ্ঠিত। 

২৪ ডিসেম্বর, ২০১৭ 
-সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন বাংলাদেশ
-বিশ্বের সবচেয়ে বড় উভচর বিমান আকাশে ওড়াল চীন। নিজেদের দেশেই তৈরি করা হয়েছে AG600 নামে এই বিমান। 

২৬ ডিসেম্বর ২০১৭
- চীন ও রাশিয়ার বিরোধিতা সত্ত্বেও জাতিসংঘে রোহিঙ্গা প্রস্তাব পাশ।  
- দেশবরেণ্য শিল্পী এসএম সুলতানের ৯৩তম জন্মজয়ন্তী উপলক্ষে নড়াইলে শুরু সুলতান মেলা (দশ দিনব্যাপী)

৩০ ডিসেম্বর ২০১৭ 
-সাবেক তারকা ফুটবলার জর্জ উইয়াহ লাইবেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে জয় লাভ করেন।