Studypress News
শুরু হচ্ছে BPL -এর তৃতীয় আসর।
20 Nov 2015
২০ নভেম্বর ২০১৫ তারিখে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হচ্ছে BPL -এর তৃতীয় আসর। তবে প্রথম খেলা অনুষ্ঠিত হবে ২২ নভেম্বর থেকে। এ বছর খেলবে ৬ টি দল। ঢাকা ডাইনামাইট, চট্টগ্রাম ভাইকিংন্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, রংপুর রাইডার্স, বরিশাল বুলস ও সিলেট সুপারস্টার। এ আসর মাতাবে দেশী-বিদেশী অনেক নামীদামী খেলোয়াড়। খেলাগুলো অনুষ্ঠিত হবে ঢাকা ও চট্টগ্রামে। আসরটির ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ১৫ ডিসেম্বর, ২০১৫ তারিখে।