Studypress News
কেপলার-এর অষ্টম গ্রহের সন্ধান
15 Dec 2017
কেপলার-এর অষ্টম গ্রহের সন্ধান পাওয়ার ঘোষণা দিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা।
কেপলার-৯০ নক্ষত্রকে কক্ষপথ প্রদক্ষিণ করছে নতুন গ্রহটি। কেপলার-৯০ হলো এমন একটি নক্ষত্র যাকে আমাদের সূর্যের সঙ্গে তুলনা করা হয়। পৃথিবী থেকে ২৫৪৫ আলোকবর্ষ দূরে অবস্থান করছে এই নক্ষত্রটি।
কেপলার-৯০ এর আওতায় নতুন গ্রহটি শনাক্ত করেছেন ক্রিস্টোফার শ্যালু এবং অ্যান্ড্রু ভান্ডারবার্গ নামের দুই গবেষক। নাসা’র কেপলার স্পেস টেলিস্কোপ থেকে সংগ্রহ করা ডেটায় গুগলের মেশিন লার্নিং প্রযুক্তি ব্যবহার করে গ্রহটি শনাক্ত করা হয়েছে। গ্রহটির নাম বলা হচ্ছে কেপলার-৯০আই।
কেপলার-৯০ এর সঙ্গে নতুন গ্রহটি আবিষ্কৃত হওয়ায় সৌর জগতের মতোই আটটি গ্রহ হলো এতে।
ধারণা করা হচ্ছে কেপলার-৯০আই-এর গড় তাপমাত্রা ৪২৫ ডিগ্রি সেলসিয়াস। এই জগতের সবচেয়ে বাইরের গ্রহটি হলো কেপলার-৯০এইচ।
এক বিবৃতিতে ভান্ডারবার্গ বলেন, “কেপলার-৯০ এর জগতটি যেন আমাদের সৌরজগতেরই অনেকটা ক্ষুদ্র সংস্করণ। আমাদের সৌরজগতে যেমন ছোট গ্রহগুলো ভেতরের দিকে এবং বড় গ্রহগুলো বাইরের দিকে রয়েছে কেপলারও তাই। তবে গ্রহনক্ষত্রগুলো আমাদের সৌরজগতের তুলনায় আরও আঁটসাট হয়ে প্রদক্ষিণ করছে।”
নতুন এই আবিষ্কারের ফলে কেপলারও আমাদের সৌরজগতের মতো ৮ গ্রহের সিস্টেম বলে চিহ্নিত হবে। ৮টির বেশি গ্রহ নিয়ে এখন পর্যন্ত অন্য কোনো নক্ষত্র সিস্টেম পাওয়া যায়নি।
কেপলার টেলিস্কোপের ডেটা বিশ্লেষণ করতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের ধারণাটি প্রথম আনেন শ্যালু। গুগলের এআই গবেষণা দলের জ্যেষ্ঠ সফটওয়্যার প্রকৌশলী তিনি।