Studypress News
দুই লাখ টন চাল-গম আমদানি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার
06 Dec 2017
সরকারিভাবে আরও দেড় লাখ মেট্রিক টন সিদ্ধ চাল ও আন্তর্জাতিক দরপ্রস্তাব চেয়ে মধ্য দিয়ে কোটেশনের মাধ্যমে ৫০ হাজার টন গম আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এই খাদ্যশস্য আমদানির প্রস্তাব অনুমোদন পায়।
ভারতের জাতীয় কৃষি সমবায় বিপণন সমিতি (নাফেদ) থেকে সরকারিভাবে দেড় লাখ মেট্রিক টন নন-বাসমতি সিদ্ধ চাল আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে ক্রয় কমিটি।
টনপ্রতি চাল ৪৪০ ডলার দরে মোট ৫৪৭ কোটি ৮০ লাখ টাকায় দেড় লাখ টন চাল আমদানি করবে সরকার।
এছাড়া আন্তর্জাতিক দরপ্রস্তাব আহ্বান করে ৫০ হাজার টন গম কেনার প্রস্তাবও ক্রয় কমিটি অনুমোদন দিয়েছে ।
সর্বনিম্ন দরদাতা হিসেবে কোরিয়ার মেসার্স সিং সং ফুড করপোরেশন প্রতি টন ২৪৫ দশমিক ৩৫ মার্কিন ডলার ব্যয়ে মোট ১০১ কোটি ৮২ লাখ টাকায় এই গম সরবরাহ করবে।
হাওরে আগাম বন্যায় ফসলহানির পর দেশের বিভিন্ন অঞ্চলে দুই দফার বন্যায় ফসলের ব্যাপক ক্ষতি হয়। এছাড়া রোগবালাইয়ের কারণেও এবার ধানের ফলন অনেক কম হয়েছে।
হাওরে ফসলহানির পর থেকে চালের দাম বাড়তে শুরু করে। চালের সরকারি মজুদ তলানিতে নেমে এলে দফায় দফায় বাড়ে বাঙালির প্রধান এই খাদ্যশস্যের দাম।
বাজার নিয়ন্ত্রণে রাখতে চাল আমদানি শুল্ক কমিয়ে দুই শতাংশে নামিয়ে আনে সরকার। অন্যদিকে সরকারি মজুদ বাড়াতে চলতি অর্থ বছরে সরকারিভাবে ২০ লাখ টন চাল-গম আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়।