Studypress News

আয়কর রিটার্ন বেড়েছে ৩৬ শতাংশ

24 Dec 2017

মোট কর আদায় হয়েছে ৪ হাজার ২৮১ কোটি ৩২ লাখ টাকা, যা গত বছরের চেয়ে ২৮ দশমিক ৩৭ শতাংশ বেশি।

শেষ দিন বৃহস্পতিবার পালিত হয় আয়কর দিবস। ‘সবাই মিলে দেব কর, দেশ হবে স্বনির্ভর’ প্রতিপাদ্য নিয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সারাদেশে জাঁকজমকপূর্ণভাবে দিবসটি উদযাপনের কর্মসূচি নিয়েছে।
   
উল্লেখ্য, দেশে রাজস্ববান্ধব সংস্কৃতি গড়ার লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ডের বিভিন্ন উদ্ভাবনমূলক কর্মসূচি তৃণমূল পর্যন্ত বিস্তৃত হয়েছে। করদাতাদের প্রত্যাশা অনুযায়ী এক ছাদের নিচে করসেবা প্রদানের মাধ্যমে নভেম্বরের প্রথম সপ্তাহে পালিত হয়েছে সপ্তাহব্যাপী আয়কর মেলা।