Studypress News
ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় APEC শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত।
20 Nov 2015
বাণিজ্যিক সহযোগিতা জোরদারের লক্ষ্য নিয়ে ফিলিপাইনে ১৮ নভেম্বর, ২০১৫ তারিখে শুরু হয় ২১ সদস্যদেশের এ বছরের সম্মেলন। এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (অ্যাপেক) শীর্ষ সম্মেলনে এই ফোরামের নেতারা সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে বিশ্বব্যাপী সহযোগিতা আরও জোরালো করার আহ্বান জানিয়েছেন। সম্মেলনের দ্বিতীয় ও শেষ দিন ১৯ নভেম্বর, ২০১৫ তারিখে উপস্থিত বিশ্ব নেতাদের আলোচনায় আন্তর্জাতিক সন্ত্রাসবাদের আতঙ্ক আর উদ্বেগের বিষয়টি ছায়া ফেলে। তবে অন্যান্য ঘটনায় সম্মেলনের আলোচনা বাধার মুখে পড়ে। দক্ষিণ-চীন সাগরকে ঘিরে চীনের সঙ্গে বিরোধের প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আঞ্চলিক অন্যান্য দেশকে সঙ্গে নিয়ে এ সপ্তাহে তাঁর পক্ষ ভারী করার চেষ্টা চালান।