Studypress News

ঢাকায় ডিজিটাল ওয়ার্ল্ড মেলা অনুষ্ঠিত

09 Dec 2017

ডিজিটাল ওয়ার্ল্ড মেলা ৬ ডিসেম্বর থেকে  ৯ ডিসেম্বর পর্যন্ত  রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়। 
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এটি সবচেয়ে বড় বাৎসরিক আয়োজন। ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৭’র এবারের প্রতিপাদ্য ছিল ‘রেডি ফর টুমরো’ বা ‘আগামীর জন্য প্রস্তুত’।

মেলায় সফটওয়্যার প্রদর্শনী জোন, ই-গভর্নেন্স জোন, মোবাইল ইনোভেশন জোন, ই-কমার্স জোন, স্টার্টআপ বাংলাদেশ জোন, এক্সপেরিয়েন্স জোন, মেড ইন বাংলাদেশ জোন এবং আন্তর্জাতিক জোন নিয়ে মোট ৮টি জোন ছিল এবং ৫ লাখেরও বেশি দর্শক মেলায় অংশ নেয়।  

চার দিনের মেলায় প্রায় ৭০ জন বিদেশি এবং একশোরও বেশি স্থানীয় স্পিকার ৩০টির অধিক সেশনে অংশ নেয়।

রোবট ‘সোফিয়া’সহ বিশ্বের প্রযুক্তি জগতে অগ্রগামী প্রতিষ্ঠান ফেসবুক; কোয়ালকম ডিজিটাল ওয়ার্ল্ডে অংশগ্রহণ করেছে।