Studypress News
পঞ্চমবারের মতো ব্যালন ডি’অর জিতে মেসিকে ছুঁলেন রোনালদো
08 Dec 2017

লিওনেল মেসিকে পেছনে ফেলে ব্যালন ডি’অর জিতলেন ক্রিস্টিয়ানো রোনালদো। বৃহস্পতিবার সন্ধ্যায় প্যারিসের আইফেল টাওয়ারে এই পুরস্কার বিজেতা হিসেবে রোনালদোর নাম ঘোষণা করেছে ফরাসি ম্যাগাজিন ‘ফ্রান্স ফুটবল’।
নয় বছর ধরে ফিফা বর্ষসেরা কিংবা ব্যালন ডি’অর পুরস্কার ভাগাভাগি করে আসছেন মেসি-রোনালদো। এবার জিতে মেসির সমান রোনালদোও পাঁচটি ব্যালন ডি’অর জিতলেন।
৩০ বছর বয়সী মেসি ব্যালন ডি’অর জিতেছেন ২০০৯ থেকে ২০১২ পর্যন্ত টানা চারবার এবং ২০১৫ সালে। এর মধ্যে শেষের তিনটির নাম ছিল ফিফা ব্যালন ডি’অর। ৩২ বছর বয়সী রোনালদো ২০০৮ সালে ব্যালন ডি’অর জেতার পর ফের ফিফা ব্যালন ডি’অর নামে এ পুরস্কারের স্বাদ পান ২০১৩, ২০১৪ ও ২০১৬ সালে।
রোনালদো দেশের হয়ে জিতেছেন ইউরো চ্যাম্পিয়নশিপ, রিয়ালের হয়ে পেয়েছেন লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ মুকুট। অবিশ্বাস্য এ অর্জনই তাকে এনে দিয়েছে ফিফা বর্ষসেরার পুরস্কার।
রোনালদোর তুলনায় অর্জনে মেসি পিছিয়েই ছিলেন। গত মৌসুমে ক্লাবের হয়ে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিততে ব্যর্থ হন। যদিও ইউরোপের সর্বোচ্চ গোলদাতা হিসেবে জিতেছেন গোল্ডেন বুট। তাই অনেকের ধারণা ছিলো, ২০১০ সালের মতো আরেকবার চমক দেখাতে পারেন মেসি। সেবার সিরি-এ, চ্যাম্পিয়ন্স লিগ ও ইতালিয়ান কাপজয়ী ওয়েসলি স্নেইডারকে হারিয়ে ব্যালন ডি’অর জিতে নিয়েছিলেন আর্জেন্টাইন এ সুপারস্টার।
আগে শুধু ইউরোপভিত্তিক খেলোয়াড়রাই পেতেন ব্যালন ডি’অর। ২০০৭ সাল থেকে এটি হয়ে যায় বৈশ্বিক। মেসি ও রোনালদো ছাড়া তিনবার করে এ পুরস্কার জয়ের গৌরব দেখিয়েছেন ইয়োহান ক্রুয়েফ, মিশেল প্লাতিনি ও মার্কো ফন বাস্তেন।
Important News

Highlight of the week
