Studypress News

জাতিসংঘ শান্তি মিশনে সেনা সরবরাহে বাংলাদেশ তৃতীয়

10 Dec 2017

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সেনা সরবরাহের দিক থেকে তৃতীয় অবস্থানে   বাংলাদেশ । শীর্ষে আছে ভারত । দ্বিতীয় অবস্থানে পাকিস্তান।  
জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে মূলত এশিয়ান দেশগুলোর আধিপত্য । জাতিসংঘের নিজস্ব কোনো সেনাবাহিনী নেই । শান্তিরক্ষার কাজে সংস্থাটি বিভিন্ন দেশ থেকে শান্তিরক্ষী সংগ্রহ করে ।
১৯৮৮ সাল থেকেই জাতিসংঘের ৫৮টি শান্তি মিশনে মোট ৬ হাজার ৭৭২ বাংলাদেশি সেনা সদস্য কাজ করে আসছে ।  
জাতিসংঘের শান্তি মিশনে দক্ষিণ এশীয় সেনার সংখ্যাই বেশি ।
এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত ৭ হাজার ৪৭১ জন সেনা সরবরাহ করে শীর্ষস্থানে রয়েছে ।
পাকিস্তান ৭ হাজার ১৬১ জন সেনা সরবরাহ করে শান্তিমিশনে অবদান রাখার ক্ষেত্রে দ্বিতীয় শীর্ষস্থানে আছে ।
১৯৯২ সালে সোমালিয়া সংকটে সবার আগে সাঁড়া দিয়েছিল পাকিস্তান এবং ৫০০ জন সেনা প্রেরণ করেছিল ।
 নেপাল ১১টি শান্তি মিশনে সেনা পাঠিয়ে সহায়তা করেছে । যার বেশিরভাগই ছিল আফ্রিকায় ।
জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সেনা সদস্যদের সংখ্যা বিচার করলে সেটি হবে বিশ্বের ৪৪তম সেনাবাহিনী ।
জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে ১ লাখের বেশি সেনা সদস্য আছে । যার মধ্যে ৯১ হাজার ১৩২জন সৈন্য, ১৩ হাজার ৫৬৩ জন পুলিশ এবং ১ হাজার ৮১১ জন সেনাসদস্য । বিশ্বের ১২৩টি দেশ জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে সৈন্য পাঠিয়েছে ।