Studypress News
প্যারিসে হামলার ‘মূল হোতা’ আবদেলহামিদ আবাউদ নিহত।
20 Nov 2015
ফ্রান্সের রাজধানী প্যারিসে ১৩ নভেম্বর ২০১৫ তারিখ শুক্রবারের সন্ত্রাসী হামলার ‘মূল হোতা’ আবদেলহামিদ আবাউদ নিহত হয়েছেন। ১৮ নভেম্বর ২০১৫ তারিখ বুধবারের অভিযানে তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছেন প্যারিসের সরকারি কৌঁসুলি। এদিকে ফরাসি প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভালস ১৯ নভেম্বর ২০১৫ তারিখ বৃহস্পতিবার সতর্ক করে দিয়েছেন, ফ্রান্স সন্ত্রাসীদের রাসায়নিক ও জীবাণু হামলায় আক্রান্ত হতে পারে। প্যারিস হামলার সঙ্গে জড়িত সন্দেহভাজন ব্যক্তিদের ধরতে গতকাল বেলজিয়ামের পুলিশ ব্রাসেলসে অভিযান চালিয়েছে। গ্রেপ্তার করা হয়েছে নয়জনকে। সম্ভাব্য সন্ত্রাসী হামলার গোয়েন্দা তথ্য পেয়ে ইতালিও অভিযান শুরু করেছে। খবর এএফপি, রয়টার্স ও বিবিসির। ১৮ নভেম্বর ২০১৫ তারিখের অভিযানে যাঁরা নিহত হন, তাঁদের মধ্যে আবাউদও রয়েছেন বলে তাঁরা শনাক্ত করতে পেরেছেন। প্যারিসে গত শুক্রবারের সন্ত্রাসী হামলায় অন্তত ১২৯ জনের প্রাণহানির পাশাপাশি চার শতাধিক ব্যক্তি আহত হন। এ ঘটনার দায় স্বীকার করে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। ঘটনার সময় অন্তত পাঁচ হামলাকারী নিহত হলেও হামলায় সরাসরি অংশ নেওয়া অন্তত দুজন পালিয়ে যেতে সক্ষম হয় বলে মনে করা হচ্ছে। এই দুজনসহ হামলার পরিকল্পনাকারী এবং সংশ্লিষ্ট অন্যদের ধরতে ঘটনার পর থেকে ফ্রান্সের পাশাপাশি বেলজিয়ামেও অভিযান চলছে। এমন প্রেক্ষাপটে ফ্রান্সে জরুরি অবস্থার মেয়াদ বাড়ানো নিয়ে বিতর্কে লিপ্ত দেশটির আইনপ্রণেতাদের উদ্দেশে একটি ভাষণ দেন প্রধানমন্ত্রী ভালস। এ সময় তিনি বলেন, ‘আমাদের কোনো কিছুই উড়িয়ে দেওয়া ঠিক হবে না। এখানে রাসায়নিক বা জীবাণু অস্ত্রের হামলারও ঝুঁকি রয়েছে।’