Studypress News

গ্রিনল্যান্ডে গলে যাচ্ছে হিমবাহ , ডুবে যেতে পারে চট্টগ্রাম

04 Dec 2017


গ্রিনল্যান্ডের হিমবাহ (গ্লেসিয়ার) গলে যাচ্ছে  এবং  পাহাড়ের চূড়ায় থাকা বরফও গলছে । সম্প্রতি নাসার জেট প্রোপালসন ল্যাবরেটরি বিভিন্ন চলক বিশ্লেষণ করে একটি গবেষণা প্রকাশ করেছে , যেখানে হিমবাহ গলার কারণে বিশ্বের কোন শহর কতটুকু প্লাবিত হবে সেটি তুলে ধরা হয়েছে । তালিকায় বাংলাদেশেরও নাম রয়েছে । গ্রিনল্যান্ডের এ বরফ গলা যদি অব্যাহত থাকে তাহলে চট্টগ্রাম ৩ দশমিক ২০ ফুট বা এক মিটার পানির নিচে ডুবে যাবে ।  

গবেষণায় দেখা গেছে আগস্ট ২০১৬ থেকে আগস্ট ২০১৭ পর্যন্ত যে পরিমাণ বরফ গলেছে , সেটি এক দশকের মধ্যে একবছরে সর্বোচ্চ বরফ গলার ঘটনা ।
 নাসা জানায়  এ শতক শেষে বৈশ্বিক পর্যায়ে সমুদ্রের পানির উচ্চতা দশমিক ৬৬ থেকে ৬ দশমিক ৬ ফুট (দশমিক ২ মিটার থেকে ২ মিটার) পর্যন্ত বাড়তে পারে । এদিকে মরু এলাকায় তাপমাত্রা বৃদ্ধির কারণে এ গ্রিনল্যান্ডের বরফের চাদর বিশ্বের অন্যান্য যেকোনো জায়গা থেকে দ্বিগুণ গতিতে গলে যাচ্ছে ।