Studypress News

কারেন্ট অ্যাফেয়ার্স নভেম্বর- ২০১৭

03 Dec 2017

নভেম্বর ১, জাপানের ৯৬তম প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন শানজো আবে।  
World Bank (WB)’s Ease of Doing Business ranking 2018 এ বাংলাদেশের অবস্থান ১৭৭তম (১৯০ দেশের মাঝে)।

নভেম্বর ২ বিপিএলের ৫ম আসর শুরু হয়েছে। এবারের আসরের ডিড সংখ্যা ৭। 

নভেম্বর ৩, কলিন্স ডিকশনারি ওয়ার্ড অব দা ইয়ার হিসেবে নির্বাচিত হয়েছে fake news 
জেন্ডার গ্যাপ ইনডেক্স ২০১৭ এ বাংলাদেশের অবস্থান ৪৭তম।  

৪ নভেম্বর, ওয়ার্ল্ড ইয়ুথ ফোরাম ২০১৭ মিশরে অনুষ্ঠিত। 

৫ই নভেম্বর বিশ্ব সুনামি সচেতনতা দিবস।  
৫ই নভেম্বর ঢাকায় কমনওয়েলথভুক্ত দেশগুলোর সংসদীয় পর্যায়ের সম্মেলন কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্স (সিপিসি) অনুষ্ঠিত হয় ।
কমনওয়েলথভুক্ত দেশগুলোর সংসদীয় পর্যায়ের ৬৩তম সম্মেলনে যোগ দেন  প্রায় ৪৫টি দেশের জাতীয় ও প্রাদেশিক সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, সংসদ সদস্যসহ নির্বাচিত জনপ্রতিনিধিরা । ৮ নভেম্বর পর্যন্ত এ সম্মেলনে নারীর ক্ষমতায়ন, লিঙ্গ সমতা, জলবায়ু পরিবর্তন, দারিদ্র্য বিমোচন, তথ্যপ্রযুক্তি, জঙ্গিবাদ নির্মূলসহ বিভিন্ন বিষয় গুরুত্ব পায় ।

৬-১৭ নভেম্বর জার্মানির বনে কোপ২৩ অনুষ্ঠিত।  এবারের সিদ্ধান্ত ছিল বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ২ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখা। 
৬-১৮ নভেম্বর মেঘালয় এবং মিজোরামে বাংলাদেশ ভারত যৌথ সামরিক মহড়া সম্প্রীতি-৭ অনুষ্ঠিত।  

৭ই নভেম্বর বিজ্ঞানীদের মহাবিশ্বের সবচেয়ে প্রাচীন সর্পিল ছায়াপথ আবিষ্কার। 

৯ নভেম্বর খুলনা থেকে কলকাতা পর্যন্ত চলাচলকারী মৈত্রী ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে  ‘দ্বিতীয় মৈত্রী এক্সপ্রেস’ বন্ধন ট্রেনের উদ্বোধন করা হয় ।
৯-১১ নভেম্বর ভারতে  Organic World Congress (OWC) – 2017 অনুষ্ঠিত। 

১০-১১ নভেম্বর ভিয়েতনামে Asia-Pacific Economic Co-operation (APEC) summit-2017 অনুষ্ঠিত।
১০ নভেম্বর ফ্রান্সের প্যারিসে ইউনেসকোর ৩৯তম সভা অনুষ্ঠিত। 

১১ নভেম্বর UNHCR এর মাদার তেরেসা মেমোরিয়াল এওয়ার্ড ২০১৭ প্রাপ্তি। 

১২ নভেম্বর বরুত পাহার স্লোভেনিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত।  
১২ নভেম্বর ইরাক ও ইরানে ৭.৩ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, নিহত তিন শতাধিক।

১৩ নভেম্বর  জনপ্রিয় কথাসাহিত্যিক হ‌ুমায়ূন আহমেদের জন্মদিন।
১৩-১৪ নভেম্বর ফিলিপাইনে ইস্ট এশিয়া সামিট ২০১৭ অনুষ্ঠিত। 
নভেম্বর ১৪ বিশ্ব ডায়াবেটিক দিবস।  এই বছরের প্রতিপাদ্য ছিল: Women and diabetes – our right to a healthy future

১৪ নভেম্বর, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) চূড়ান্ত হিসাব অনুযায়ী গত অর্থবছরে (২০১৬-১৭) মোট দেশজ উৎপাদনের প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক ২৮ শতাংশ ।এটি এর আগে বিবিএসের সাময়িক হিসাবে জিডিপি প্রবৃদ্ধি ৭ দশমিক ২৪ শতাংশ হয়েছিল ।
সাময়িক হিসাব থেকে ৮ ডলার বেড়ে দেশের মানুষের মাথাপিছু আয় এখন ১ হাজার ৬১০ মার্কিন ডলারে উন্নীত হয়েছে ।
বর্তমানে জিডিপির আকার ২৪ হাজার ৯৬৮ কোটি ডলার ।
জিডিপির আকার ১০ হাজার কোটি ডলার ছাড়াতে স্বাধীনতার পর ৩৪ বছর লেগেছে। 
বাংলাদেশ, ইথিওপিয়া ও কম্বোডিয়া—শুধু এই তিনটি দেশেই পরপর দুই বছর জিডিপি প্রবৃদ্ধি ৭ শতাংশের বেশি হলো ।
প্রথমবারের মতো জিডিপির অনুপাতে বিনিয়োগ ৩০ শতাংশ ছাড়িয়েছে । গত অর্থবছরে জিডিপির সাড়ে ৩০ শতাংশ বিনিয়োগ হয়েছে ।
এর আগের বছর এই হার ছিল ২৯ দশমিক ৬৩ শতাংশ ।

নভেম্বর ১৪-১৬ নেপালের কাঠমুন্ডতে অনুষ্ঠিত হলো দক্ষিণ এশীয় অর্থনৈতিক সভা ২০১৭ (SAES-2017)
নভেম্বর ১৪ -১৬ আর্জেন্টিনায় অনুষ্ঠিত হল Sustained Eradication of Child Labour এর ৪র্থ কনফারেন্স।  

১৫ই নভেম্বর, ‘বাংলাদেশের সেরা ডিজিটাল ইন্টারনেট ব্যাংক’ পুরস্কার পেল সিটিব্যাংক
১৫ই নভেম্বর ফ্রান্সের আঁদ্রে আজুলে ইউনেস্কোর নতুন সভাপতি নিযুক্ত। 
নভেম্বর ১৫, বিশ্বের প্রথম সম্পূৰ্ণ বিদ্যুৎ চালিত মালবাহী জাহাজ চালু করল চীন।  
নভেম্বর ১৫, জিম্বাবুয়েতে সেনা অভ্যুত্থান, প্রেসিডেন্ট রবার্ট মুগাবেকে বাসায় অন্তরীন। এক সময়কার বিপ্লবী নেতা ও ১৯৮৭ সাল থেকে জিম্বাবুয়ের প্রেসিডেন্ট মুগাবের পদত্যাগ চেয়ে বক্তব্য দিয়েছেন বিরোধী দলের নেতা মরগান সভাঙ্গিরাই।  

নভেম্বর ১৬-১৭ ভারতের মুম্বাই শহরে অনুষ্ঠিত হল এশিয়ান ব্যাংকার্স এসোসিয়েশন এর ৩৪তম বার্ষিক সভা।  

২৪ নভেম্বর,  বাংলাদেশের খ্যাতিমান সংগীত শিল্পী, গীতিকার ও বংশী বাদক বারী সিদ্দিকী মৃত্যুবরণ করেন।  তিনি তার গাওয়া ‘শুয়া চান পাখি, ‘আমার গায়ে যত দুঃখ সয়’, ‘সাড়ে তিন হাত কবর’, ‘পুবালি বাতাসে’, ‘তুমি থাকো কারাগারে’, ‘রজনী’, ‘আমার গায়ে যত দুঃখ সয়’, ‘ওগো ভাবিজান নাউ বাওয়া’, ‘মানুষ ধরো মানুষ ভজো প্রভৃতি গানের জন্য সবচেয়ে বেশি পরিচিত।

নভেম্বর ১৯, আফগানিস্তান ফাইনালে পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ ক্রিকেট অনূর্ধ ১৯ চ্যাম্পিয়ন হল।  এবারের টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে মালেশিয়ার কুয়ালালামপুরে।  
নভেম্বর ১৯, অর্থ পাচার ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়নের মামলা দ্রুত নিষ্পত্তি করতে ‘মানি লন্ডারিং স্পেশাল ট্রাইব্যুনাল’ গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রত্যেক বিভাগে একটি করে আটটি ট্রাইব্যুনাল স্থাপন করা হবে।

নভেম্বর ২১, বিশ্ব মৎস্য চাষ (fisheries) দিবস।  
নভেম্বর ২১, দেশে আরও একটি নতুন উপজেলা, একটি পৌরসভা ও দুটি থানা গঠন করা হয়েছে । এ ছাড়া কয়েকটি পৌরসভার সীমানা সম্প্রসারণ করা হয়েছে । নতুন সিদ্ধান্ত অনুযায়ী হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানাকে উপজেলা করা হয়েছে । এটি দেশের ৪৯২তম উপজেলা । নতুন থানার মধ্যে ঢাকা মহানগরীর হাতিরঝিল প্রকল্প এলাকাকে হাতিরঝিল থানা হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়া ভোলা জেলার চরফ্যাশন থানাকে ভাগ করে দুলারহাটকে নতুন থানা করা হয়েছে ।আর সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলা সদরে পৌরসভার অনুমোদন দেয়া হয়েছে ।

নভেম্বর ২২, কিংবদন্তি গায়ক ও গীতিকার জর্জ হেনড্রিক্স (যুক্তরাষ্ট্র) এর প্রয়াণ।  
নভেম্বর ২২, যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে বিচ্ছেদের বিল (ব্রেক্সিট নামে পরিচিত) হিসেবে চার হাজার কোটি পাউন্ড দিবে।
নভেম্বর ২২, ঢাকার কাছে সাভারের তেঁতুলঝরা ভাকুর্তা এলাকায় একটা পানির খনি আছে । ২০০৯ সালে ঢাকার কাছে সাভার ও মানিকগঞ্জে দুটো ‘একুইফার’ বা ভূগর্ভস্থ পানির ভান্ডারের সন্ধান পাওয়া যায় । সেখান থেকে আগামী মার্চ মাসেই পানি সরবরাহ করা সম্ভব হবে । মানিকগঞ্জের সিঙ্গাইরে এই  ইকুইফার  প্রায় ৬০০ ফিট নিচে এবং এর বিস্তারও অনেকখানি ।

নভেম্বর ২৪, সাবেক ভাইস প্রেসিডেন্ট এমারসন ন্যাংগাগোয়া জিম্বাবুয়ের প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন।  
মিশরের আল-আরিশ নগরীর কাছে বির-আল আবেদ শহরের আল রাওদাহ মসজিদে শুক্রবার জুমার নামাযের সময় হামলায় নিহতের সংখ্যা ৩০৫, যাদের মধ্যে ২৭টি শিশু।  

নভেম্বর ২৫, The International Day for the Elimination of Violence against Women (IDEVAW) পালিত হয়।  এবারের থিম ছিল Leave no one behind – End violence against women and girls
নভেম্বর ২৫, লেবার নিউকামার এমপি অব দ্য ইয়ার’ পুরস্কার পেয়েছেন যুক্তরাজের‍্য লেবার পার্টির এমপি ও বঙ্গবন্ধু শেখ মুজিরবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিক।  

নভেম্বর ২৬, মিস ইউনিভার্স-২০১৭ এর বিজয় মুকুট উঠলো দক্ষিণ আফ্রিকার ডেমি-লি নিল-পিটাসের্র মাথায়। 
নভেম্বর ২৬, আঠারো বছর পর সংসদ নির্বাচনে ভোট দিল নেপালের জনগণ।
বালি দ্বীপে ৫৪ বছর পর জেগে উঠেছে মাউন্ট আগুং আগ্নেয়গিরি।

নভেম্বর ২৬-২৮ International Multilateral Maritime Search and Rescue Exercise (IMMSAREX) বাংলাদেশে অনুষ্ঠিত হয়।  

নভেম্বর ২৮, ভারতের হায়দ্রাবাদে অনুষ্ঠিত হলো গ্লোবাল এন্টারপ্রেনারশিপ সামিট GES-2017। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল: 
Women First, Prosperity for All

নভেম্বর ৩০, বৃহস্পতিবার পদ্মাতীরে ঈশ্বরদী উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাবনার রূপপুরে দেশের প্রথম পরমাণু বিদুৎকেন্দ্রের মূল স্থাপনা রিঅ্যাক্টর বিল্ডিং র এটি উদ্বোধন করেন। 
তিন দিনের সফরে ঢাকায় এসেছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস। মিয়ানমারে চার দিন সফর শেষে ঢাকা সফরে এলেন পোপ। এর আগে ১৯৮৬ সালে পোপ দ্বিতীয় জন পল বাংলাদেশ সফরে এসেছিলেন।

৩০ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায়  বাংলাদেশ সময় রাত ১০.২৩ মিনিটে লন্ডনের ওয়েলিংটন হাসপাতালে মৃত্যুবরণ করেন ব্যবসায়ী, রাজনীতিবিদ এবং টেলিভিশন উপস্থাপক আনিসুল হক। তিনি ২০১৫ সালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হয়েছিলেন।