Studypress News

২০১৮ ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে রাশিয়ায়

03 Dec 2017

২০১৮ ফিফা বিশ্বকাপ (2018 FIFA World Cup) , পূর্ব ইউরোপ তথা আয়তনে বিশ্বের সর্ববৃহৎ দেশ রাশিয়ায় অনুষ্ঠিত হবে । ফিফা বিশ্বকাপের ২১ তম আসরে রাশিয়ার ১১টি শহরের ১২টি স্টেডিয়ামে  সর্বমোট ৬৪টি খেলা সম্পন্ন হবে । ১৫ জুলাই মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে এই আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে । এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে ৩২টি দল খেলবে, যেখানে রাশিয়া স্বাগতিক দল হিসেবে এবং বাকি ৩১টি দল বাছাইপর্বের প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়ে খেলবে ।

ফিফা বিশ্বকাপ (ইংরেজি: FIFA World Cup) (ফুটবল বিশ্বকাপ, সকার বিশ্বকাপ, অথবা শুধু বিশ্বকাপ নামেও পরিচিত) একটি আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা যেখানে ফিফা (ফরাসি: FIFA বা Federation Internationale de Football Association — "আন্তর্জাতিক ফুটবল সংস্থা") সহযোগী দেশগুলোর পুরুষ জাতীয় ফুটবল দল অংশ নেয় । ফিফা বিশ্ব ফুটবল নিয়ন্ত্রণকারী সংস্থা । ১৯৩০ সালে এই প্রতিযোগিতা শুরু হয় এবং এখন পর্যন্ত চার বছর পর পর অনুষ্ঠিত হচ্ছে । মাঝে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ১৯৪২ ও ১৯৪৬ সালে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়নি ।
সর্বশেষ বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে ব্রাজিলে, ২০১৪ সালের ১২ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত । এই বিশ্বকাপে জার্মানি আর্জেন্টিনাকে ফাইনালে পরাজিত করে শিরোপা জিতে নিয়েছে ।