Studypress News

রূপপুর পারমানু বিদুৎকেন্দ্র সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য -

29 Nov 2017

(৩০ নভেম্বর ২০১৭) বৃহস্পতিবার পদ্মাতীরে ঈশ্বরদী উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাবনার রূপপুরে দেশের প্রথম পরমাণু বিদুৎকেন্দ্রের মূল স্থাপনা রিঅ্যাক্টর বিল্ডিং র এটি উদ্বোধন করেন। ।
রূপপুর পারমানু বিদুৎকেন্দ্র সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য -
রাশিয়ার বিশেষজ্ঞ ও বাংলাদেশি কর্মী মিলে এক হাজারের বেশি লোক দিন-রাত কাজ করছে পরমাণু বিদুৎকেন্দ্রে। এই পরমাণু বিদুৎকেন্দ্র থেকে ৬৮ মাসের মধ্যে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে  ।
এই প্রকল্পে "থ্রি-প্লাস রিঅ্যাক্টর" ব্যবহৃত হবে। এটি বিশ্বের সবচেয়ে নিরাপদ ও আধুনিক রিঅ্যাক্টর প্রযুক্তি, যা শুধু রাশিয়ার একটি বিদ্যুৎকেন্দ্রে রয়েছে। রূপপুরেই হবে এর দ্বিতীয় ব্যবহার।

রূপপুর প্রকল্পে আট মাত্রার ভূমিকম্প সহনীয় রিঅ্যাক্টর ঘিরে রয়েছে পাঁচ স্তরের নিরাপত্তা বলয়। রাশিয়ান ফেডারেশন নির্মিত অ্যাকটিভ ও প্যাসিভ সেফটি সিস্টেমের কারণে বিদ্যুৎ উৎপাদনের সময় কোনো ধরনের দুর্ঘটনার ঝুঁকি নেই বললেই চলে।

এর পরও যদি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে কোনো দুর্ঘটনা ঘটেও, এর তেজস্ক্রিয়তা জনগণের নাগালের মধ্যে যাবে না। রাশিয়ার সঙ্গে চুক্তি অনুযায়ী কেন্দ্রের বর্জ্য নিয়ে যাবে রাশিয়া। কাজেই এ বিদ্যুৎকেন্দ্রকে সম্পূর্ণ ঝুঁকিমুক্তই বলা যায়।

মূল স্থাপনার আগে মাটি স্থিতিশীল করার জন্য যন্ত্রের সাহায্যে মাটির অনেক গভীর পর্যন্ত সিমেন্ট মিশিয়ে দেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে চার হাজার কিউবিক মিটারের কাজ শেষ হয়েছে। আরও ১৩ হাজার ৪৫০ কিউবিক মিটারের কাজ চলছে নিরবচ্ছিন্নভাবে। আসছে জানুয়ারির মধ্যেই পুরোটা শেষ হবে। বাংলাদেশের মাটি তুলনামূলক নরম বলে এই কাজ করা হচ্ছে।

_______

বিসিএস প্রিলি কোর্স+ব্যাংক ক্রাশ প্রোগ্রাম+৬ মাসের মেম্বারশিপ=৫০০ টাকাঅফারটি সীমিত সময়ের জন্যবিসিএস প্রিলি কোর্স: ১২০ দিনের কোর্স+১২০টি মডেল টেস্ট+অধ্যায়ভিত্তিক আলোচনা+কুইজ+কারেন্ট অ্যাফেয়ার্স+এডিটরিয়ালের অনুবাদব্যাংক ক্রাশ প্রোগ্রাম: ৪০ দিনের কোর্স+৪০টি মডেল টেস্ট+ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রায় ১৫০টি প্রশ্ন ও সমাধান+ফোকাস রাইটিং****কোর্সটি সম্পূর্ণ অনলাইনভিত্তিক।StudyPress-এ রেজিস্ট্রেশন করবেন যেভাবে---- প্রথমে, www.studypress.org -এই অ্যাড্রেসে যান।-- তারপর, (Sign up Now)-এ Click করুন।-- এবার, আপনার (email ID), (Mobile number) এবং নিজের পছন্দের (password) লিখুন।- এবার, (সাইন আপ) -এ ক্লিক করুন।∎আমাদের যোগাযোগ করতে পারবেন ৩ (তিন) ভাবে-১। সরাসরি কথা বলুন-( 01624595959)২। StudyPress ফেসবুক পেইজে ইনবক্স করুন অথবা,৩। ওয়েবসাইটের অন-লাইন চ্যাট অপশনটি ব্যবহার করুন।∎আমাদের বিশেষজ্ঞ শিক্ষক আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত 24/7# কোর্সের ফি দিতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে অনলাইন পেমেন্টে র মাধ্যমে অথবা বিকাশের মাধ্যমে। আমাদের বিকাশ নাম্বার  01624595959 (পারসোনাল)