Studypress News

মিশরে মসজিদে হামলায় নিহত তিন শতাধিক

26 Nov 2017

নভেম্বর ২৪ মিশরের আল-আরিশ নগরীর কাছে বির-আল আবেদ শহরের আল রাওদাহ মসজিদে শুক্রবার জুমার নামাযের সময় হামলায় নিহতের সংখ্যা ৩০৫, যাদের মধ্যে ২৭টি শিশু।  
মিশরের সিনাই প্রদেশে মসজিদে হামলাকারীদের হাতে ইসলামিক স্টেটের (আইএস) একটি পতাকা ছিল বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।
হামলার পর মিশরে তিনদিনের শোক ঘোষণা করা হয়েছে।

মিশরের পাবলিক প্রসিকিউটরের কার্যালয় থেকে এক বিবৃতিতে হামলাকারীদের সঙ্গে আইএসের সম্পর্ক থাকার অনুমান করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, “২৫ থেকে ৩০ জন হামলা চালিয়েছে, তাদের হাতে দায়েশের (আইএস) পতাকা ছিল। তারা স্বয়ংক্রিয় অস্ত্র হাতে মসজিদের প্রধান দ্বার এবং ১২টি জানালায় অবস্থান নেয়।”

রয়টার্স জানায়, মিশরের সেনাবাহিনী শুক্রবার রাতভর আইএসের কয়েকটি আস্তানায় বিমান হামলা চালিয়েছে।
সেনাবাহিনীর এক মুখপাত্র জানান, জঙ্গিগোষ্ঠীটির মজুদ করা বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ ধ্বংস করা হয়েছে। মসজিদে হামলায় ব্যবহৃত কয়েকটি গাড়ি চিহ্নিত করে সেগুলোর ওপরও বিমান হামলা চালানো হয়েছে বলে দাবি মুখপাত্রের।
মসজিদে হামলার কয়েক ঘণ্টা পর টেলিভিশনে দেওয়া এক ভাষণে প্রেসিডেন্ট সিসি বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে কায়রোর লড়াই থামিয়ে দিতেই জঙ্গিরা মসজিদে বোমা হামলা ও গুলি চালিয়েছে।
২০১৩ সালের জুলাইয়ে সেনাবাহিনী মুসলিম ব্রাদারহুডের মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর থেকেই মিশরে জঙ্গি হামলার মাত্রা বেড়ে গেছে। একের পর এক জঙ্গি হামলায় শত শত পুলিশ, সেনা সদস্য ও বেসামরিক নাগরিক নিহত হচ্ছেন।
এসব ঘটনার অনেকগুলোর জন্যই আইএস-সংশ্লিষ্ট সিনাই প্রভিন্স জঙ্গি গোষ্ঠীকে দায়ী করা হয়।