Studypress News
তা-নেহিসি কোটস জিতলেন এবারের ন্যাশনাল বুক পুরষ্কার
19 Nov 2015
সাংবাদিক এবং লেখক তা-নেহিসি কোটস এবারের ন্যাশনাল বুক পুরষ্কার জিতে নিয়েছেন। পুরষ্কার বিতরণ করা হয় গত ১৮/১১/১৫ ইং বুধবার।
তিনি পুরষ্কারটি জিতেন তার লেখা বই “বিটুইন দ্যা ওয়ার্ল্ড এন্ড মি” (Between the World and Me)।
একই মঞ্চে ফিকশন লেখক হিসেবে পুরষ্কার জিতে নেন এডাম জনসন, তার লেখা “Fortune Smiles” বইটির জন্য। তার লেখা “The Orphan Master’s Son” তাকে গত ২০১৩ সালে পুলিতজার পুরষ্কার জিতিয়ে দিয়েছিল।