Studypress News

ব্রেক্সিট বিল ৪ হাজার কোটি পাউন্ড দিবে যুক্তরাজ্য

22 Nov 2017

যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে বিচ্ছেদের বিল (ব্রেক্সিট নামে পরিচিত) হিসেবে চার হাজার কোটি পাউন্ড দিবে ।
ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ ইউরোপ মহাদেশের অধিকাংশ দেশের একটি অর্থনৈতিক ও রাজনৈতিক জোট । এর অধীনে অভিন্ন মূদ্রা (ইউরো), ইউরোপীয় সংসদ, ইত্যাদি অনেক বিষয় রয়েছে ।

ইইউর বাজেটে যুক্তরাজ্যের প্রতিশ্রুত অর্থ, যুক্তরাজ্যস্থ ইইউর বিভিন্ন প্রতিষ্ঠানকে স্থানান্তর এবং যুক্তরাজ্যে কর্মরত ইইউ কর্মীদের পেনশনসহ নানা খরচ যুক্ত এই ব্রেক্সিট বিলে । বিচ্ছেদ বিল সম্পর্কে সিদ্ধান্ত নেয় থেরেসা মে ।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে ইইউ বাজেটে ২০২০ সাল পর্যন্ত  প্রায় দুই হাজার কোটি পাউন্ড অর্থ দেয়ার  প্রতিশ্রুত দিয়েছিলেন ।

২০ নভেম্বর ,২০১৭ সদস্যভুক্ত ২৭টি দেশের (যুক্তরাজ্য ছাড়া) ইউরোপিয়ানবিষয়ক মন্ত্রীরা ভোটাভুটির মাধ্যমে যুক্তরাজ্যে অবস্থানরত দুটি প্রতিষ্ঠানের ভবিষ্যৎ গন্তব্য নির্ধারণ করেন ।
ব্রেক্সিটের পর ইউরোপিয়ান ব্যাংকিং অথরিটির কার্যালয় যাবে ফ্রান্সের প্যারিসে এবং ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি যাবে হল্যান্ডের আমস্টারডামে ।  প্রতিষ্ঠান দুটির কার্যালয় লন্ডনে আছে ।

২০১১ সালে চালু হওয়া ব্যাংকিং অথরিটিতে ১৫০ জন লোক কর্মরত। আর ১৯৯৫ সালে চালু হওয়া মেডিসিন এজেন্সিতে কাজ করেন ৯ শতাধিক কর্মী ।

১৪ ও ১৫ ডিসেম্বর ,২০১৭ তারিখে , ২৮ দেশের এই সম্মেলন হবে ।