Studypress News

উখিয়ার শিবিরে তিন দেশের পররাষ্ট্রমন্ত্রী , রোহিঙ্গাদের ফেরত পাঠাতে ভূমিকা নেবে জার্মানি

21 Nov 2017

গত ১৯ নভেম্বর ,২০১৭ তারিখে  জার্মানির পররাষ্ট্রমন্ত্রী সিগমার গ্যাব্রিয়েল,সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মারগট ওয়ালস্টর্ম, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) জ্যেষ্ঠ প্রতিনিধি ফেদরিকা মুঘেরিনি কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবির দেখতে এসেছিলেন ।

সেখানে তাদের নিয়ে যান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহ্‌রিয়ার আলম ও পররাষ্ট্রসচিব শহীদুল হক ।

প্রতিনিধিদলের সদস্যরা রোহিঙ্গা শিবিরে আইওএম পরিচালিত একটি প্রাথমিক চিকিৎসা সেবাকেন্দ্র ঘুরে দেখেন । এ ছাড়া ত্রাণ বিতরণকেন্দ্রের কার্যক্রমও পরিদর্শন করেন । অন্তত ২০ জন রোহিঙ্গার মুখ থেকে তাঁরা মিয়ানমার সেনাবাহিনীর হত্যা, গণধর্ষণ, লুটপাট ও গ্রাম পোড়ানোর ভয়াবহ বর্ণনা শোনেন ।