Studypress News
৪৯২তম উপজেলা শায়েস্তাগঞ্জ
21 Nov 2017
দেশে আরও একটি নতুন উপজেলা, একটি পৌরসভা ও দুটি থানা গঠন করা হয়েছে । এ ছাড়া কয়েকটি পৌরসভার সীমানা সম্প্রসারণ করা হয়েছে । নতুন সিদ্ধান্ত অনুযায়ী হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানাকে উপজেলা করা হয়েছে । এটি দেশের ৪৯২তম উপজেলা । নতুন থানার মধ্যে ঢাকা মহানগরীর হাতিরঝিল প্রকল্প এলাকাকে হাতিরঝিল থানা হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে । এই থানার কার্যক্রম পরিচালনার জন্য ৭১টি পদের অনুমোদন দেওয়া হয় । এ ছাড়া ভোলা জেলার চরফ্যাশন থানাকে ভাগ করে দুলারহাটকে নতুন থানা করা হয়েছে । এই থানার জন্য ৪৩টি পদ অনুমোদন পেয়েছে । আর সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলা সদরে পৌরসভার অনুমোদন দেয়া হয়েছে ।
ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার চাঁদপুর ইউনিয়নকে ফরিদপুর সদর উপজেলায় অন্তর্ভুক্ত করা হয়েছে । এ ছাড়া সীমানা সম্প্রসারণ করা হয়েছে ফরিদপুর পৌরসভা, নাটোর জেলার বনপাড়া পৌরসভা ও জয়পুরহাট জেলার পাঁচবিবি পৌরসভার । রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সাংগঠনিক কাঠামোতে নতুন আটটি থানা স্থাপন করার অনুমোদন দেওয়া হয়েছে ।