Studypress News

লন্ডনে কফির আরক দিয়ে চলবে বাস

20 Nov 2017


লন্ডনের গণপরিবহন–ব্যবস্থায় কিছু বাস এমন  জৈব জ্বালানিতে চলবে, যার মধ্যে কফির উপাদান রয়েছে । কফির বর্জ্য থেকে আহৃত তেলের সঙ্গে ডিজেল মিশিয়ে এই জৈব জ্বালানি (বায়োফুয়েল) তৈরি করা হয়েছে । একটি বাস এক বছর ধরে চালানোর মতো জ্বালানি তারা কফির তেল থেকে তৈরি করেছে ।

লন্ডনের ৯ হাজার ৫০০ বাসে এরই মধ্যে রান্নার তেল ও মাংসের চর্বি প্রক্রিয়াজাত করে উৎপাদিত জৈব জ্বালানি ব্যবহার করা হচ্ছে । তবে এই প্রথমবার লন্ডনের গণপরিবহনে কফির আরক বায়োজ্বালানি ব্যবহার হলো ।

বায়োবিন কফির বিভিন্ন দোকান, ইনস্ট্যান্ট কফির কারখানা থেকে বর্জ্য সংগ্রহ করে । এরপর কারখানায় কফির বর্জ্য থেকে নির্যাস হিসেবে তেল আহরণ করা হয় । এগুলো বি ২০ বায়োজ্বালানিতে রূপান্তর করা হয় । কোনো ধরনের পরিবর্তন ছাড়াই বাসগুলোতে এ ধরনের জ্বালানি ব্যবহার করা যায়।
এখন পর্যন্ত ছয় হাজার লিটার কফির তেল উৎপাদন করা হয়েছে ।