Studypress News
ইরান-ইরাকে বছরের সবচেয়ে বড় ভূমিকম্প
16 Nov 2017
১২ নভেম্বর ইরাক ও ইরানে ৭.৩ মাত্রার ভয়াবহ ৪১৩ জন নিহত হয় ।
নিহতদের মধ্যে কয়েকজন সেনা সদস্য ও সীমান্তরক্ষী ছিলেন ।
ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইরাক সীমান্তের প্রায় ১৫ কিলোমিটার দূরে কেরমানশাহ প্রদেশের সারপোল ই জাহাব জেলা।
ইরানের পশ্চিমের এলাকায় তিন শতাধিক মানুষ নিহত হয়েছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) অনুযায়ী এই ভূমিকম্পটি ৭ দশমিক ৩ মাত্রার ছিল।
ভূমিকম্পটির কেন্দ্র ছিল ইরান সীমান্তবর্তী ইরাকের আধা স্বায়ত্তশাসিত কুর্দিস্থানের সুলাইমানিয়া প্রদেশের পেঞ্জভিনে। এলাকাটি ইরানের সঙ্গে প্রধান সীমান্ত ক্রসিংয়ের সন্নিকটে।
ভূমিকম্পে প্রায় ৭০ হাজার মানুষ গৃহহীন হয়।
ভূমিকম্পে ইরাকে নয়জনের মৃত্যু হয় , আহত হয়েছে পাঁচ শতাধিক ।
ভূপৃষ্ঠের ৩৩ দশমিক নয় কিলোমিটার গভীরে উৎপত্তি হওয়া ভূমিকম্পটি তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলের শহর দিয়ারবাকি,ইসরায়েল ও কুয়েতেও অনুভূত হয়েছে ।