Studypress News

গ্রিসে শক্তিশালী ৬.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত।

17 Nov 2015

গ্রিসে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এর তথ্য অনুযায়ী, ১৭/১১/২০১৫ তারিখ মঙ্গলবার বাংলাদেশ সময় বেলা ১টার পর আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ৫। এর উৎপত্তিস্থল ছিল গ্রিসের পূর্বাঞ্চলীয় শহর নিদরি থেকে ১৪ কিলোমিটার পশ্চিম-উত্তর পশ্চিমে, ভূ-পৃষ্ঠের ১১ দশমিক ১ কিলোমিটার গভীরে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর আন্তর্জাতিক গণমাধ্যমে পাওয়া যায়নি।