Studypress News
বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে ( BDBL ) সিনিয়র অফিসার পদে নিয়োগ পরীক্ষা
09 Nov 2017
বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে সিনিয়র অফিসার পদে নিয়োগ পরীক্ষা ২৪ নভেম্বর। বাংলাদেশ ব্যাংকের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
গত ২৯ সেপ্টেম্বর এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ওই দিন দুর্গাপূজা থাকার কারণে পরীক্ষা স্থগিত করা হয়। আগের প্রবেশপত্রে পরীক্ষা দেওয়া যাবে না। এই পরীক্ষার নতুন প্রবেশপত্র বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে দেওয়া হয়েছে।
সিনিয়র অফিসার পদের ওই পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত হবে। নৈর্ব্যক্তিক প্রশ্নে (এমসিকিউ) পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার হলে কোনো প্রার্থী মুঠোফোন, ক্যালকুলেটর, স্মার্টওয়াচ ও অন্যান্য ইলেকট্রনিকস ডিভাইস নিয়ে প্রবেশ করতে পারবে না বলে নির্দেশনা দেওয়া হয়েছে। পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট আগেই সব পরীক্ষার্থীকে কেন্দ্রে আসার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, প্রবেশপত্রে পরীক্ষার কেন্দ্রের নাম দেওয়া থাকবে। পরীক্ষা হবে ঢাকায়।
এই পদে শূন্য পদ রয়েছে ৩৬টি। লক্ষাধিক প্রার্থী এতে আবেদন করেছেন।