Studypress News
৫ টাকা এখন সরকারি মুদ্রা
16 Nov 2015
৫ টাকার মুদ্রা প্রচলনের দায়িত্ব সরকারের হাতে এসেছে, যা এতদিন ছিল কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্বে। ‘বাংলাদেশ কয়েনেজ (অ্যামেন্ডমেন্ট) বিল-২০১৫’ সংসদে ১৫/১১/২০১৫ তারিখ রোববার জাতীয় সংসদে পাস হয়। ১৯৭২ সালের বাংলাদেশ কয়েনেজ অর্ডার সংশোধনের প্রস্তাব সংসদে পাসের জন্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত উপস্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়। গত ৮ সেপ্টেম্বর ২০১৫ তারিখ বিলটি সংসদে তুলেছিলেন অর্থমন্ত্রী। পরে সেটি পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছিল। বর্তমানে শুধু ১ ও ২ টাকা পর্যন্ত মুদ্রা সরকার বের করে। ৫ টাকা থেকে শুরু করে উপরের সব নোট বের করে বাংলাদেশ ব্যাংক। ৫ টাকার ধাতব মুদ্রা ও কাগজে নোট উভয়ই রয়েছে বাজারে। এখন ৫ টাকাও সরকারি মুদ্রায় রূপান্তরিত হল। এই পদক্ষেপের কারণ ব্যাখ্যা করে অর্থমন্ত্রী ১৯৮৯ সালে ২ টাকার মুদ্রাকে সরকারি মুদ্রা করার তথ্য তুলে ধরে বলেন, “প্রায় ২৬ বছর অতিবাহিত হয়েছে। ২ টাকার ক্রয় ক্ষমতাও আগের চাইতে অনেক হ্রাস পেয়েছে বিধায় বর্তমানে উক্ত আইনের অধিকতর সংশোধনের মাধ্যমে ৫ টাকার নোটকে সরকারি মুদ্রায় রূপান্তরের সিদ্ধান্ত হয়েছে।” এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে বাংলাদেশের মোট অর্থের জোগান অপরিবর্তিত (সরকারের নোট/কয়েন যতটা বাড়বে বাংলাদেশ ব্যাংকের নোট/কয়েন ততটা কমবে) থাকবে বলে মূল্যস্ফীতিতে কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন মুহিত। অর্থমন্ত্রী জানান, ১৯৭৪-৭৫ সালে বাজারে প্রচলিত মোট অর্থের মধ্যে সরকারি মুদ্রার পরিমাণ ছিল ১০ দশমিক ৭০ শতাংশ, যা ২০১৩-১৪ অর্থবছর শেষে শূন্য দশমিক ৯০ শতাংশে নেমে এসেছে। ৫ টাকা মূল্যমানের নোট ও কয়েনগুলো সরকারি মুদ্রায় রূপান্তর হলে সরকারি মুদ্রার পরিমাণ বাজারে প্রচলিত মোট মুদ্রার এক দশমিক ৫০ শতাংশে উন্নীত হবে বলেও জানান তিনি।