Studypress News
চতুর্দশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০১৭ এর প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ
01 Nov 2017

এনটিআরসিএ বেসরকারি শিক্ষক নিবন্ধনের ১৪তম পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে ৩১ অক্টোবর ,২০১৭ তারিখে । স্কুল পর্যায়ে এক লাখ চার হাজার ৬৯৪ জন এবং কলেজ পর্যায়ে এক লাখ পাঁচ হাজার ১৮১ জনসহ মোট দুই লাখ নয় হাজার ৮৭৫ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন ।
স্কুল পর্যায়ে পাসের হার শতকরা ২০ দশমিক ৮১ ভাগ এবং কলেজ পর্যায়ে পাসের হার শতকরা ৩৪ দশমিক ৬৪ ভাগ। সার্বিক পাসের হার শতকরা ২৬ দশমিক শূন্য দুই ভাগ।
এর আগে গত ২৫ আগস্ট ১৪তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারি টেস্টের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় স্কুল পর্যায়ে পাঁচ লাখ তিন হাজার ৩৮ জন এবং কলেজ পর্যায়ে তিন লাখ তিন হাজার ৬১২ জনসহ মোট আট লাখ ছয় হাজার ৬৫০ জন পরীক্ষার্থী অংশ নেন ।
পরীক্ষার ফলাফল http://ntrca.teletalk.com.bd থেকে জানা যাবে। এছাড়া, উত্তীর্ণ প্রার্থীদের এসএমএস-এর মাধ্যমেও ফলাফল জানিয়ে দেওয়া হবে।
Important News

Highlight of the week
