Studypress News
অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ফুটবলের শিরোপা জিতেছে ইংল্যান্ড
29 Oct 2017
স্পেনকে হারিয়ে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ফুটবলের শিরোপা জিতেছে ইংল্যান্ড।
২৮ অক্টোবর ,২০১৭ কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ফাইনালে ইংল্যান্ড জিতে ৫-২ গোলে । ইংল্যান্ডের হয়ে দ্বিতীয় ও দলের পঞ্চম গোল করেন ফিল ফোডেন । বাকি তিন গোলদাতা রিয়ান ব্রুস্টার, মরগ্যান গিবস হোয়াইট ও মার্ক গুয়েহি । টুর্নামেন্টে এটি ইংল্যান্ডের প্রথম শিরোপা । গত জুনে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের শিরোপাও প্রথমবারের মতো জিতে ইংল্যান্ডের যুবরা ।
অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ এ পর্যন্ত সবচেয়ে বেশি ৫ বার পেয়েছে নাইজেরিয়া। ব্রাজিল ৩ বার, ঘানা এবং মেক্সিকো ২ বার এবং সোভিয়েত ইউনিয়ন, সৌদি আরব, ফ্রান্স, সুইজার ল্যান্ড ও ইংল্যান্ড পায় ১ বার করে।