Studypress News
মিয়ানমারকে চাপ দিতে নিরাপত্তা পরিষদে খসড়া প্রস্তাব
26 Oct 2017

মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর চলমান হত্যা, নির্যাতন বন্ধের ব্যাপারে দেশটির সরকারের ওপর আন্তর্জাতিক চাপ আরও বাড়াতে একটি খসড়া প্রস্তাব তৈরি করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। নিরাপত্তা পরিষদের প্রভাবশালী দুই সদস্য যুক্তরাজ্য ও ফ্রান্স এই খসড়া প্রস্তাব তৈরি করেছে। প্রস্তাবে দুটি দেশই মিয়ানমারের সরকারকে সে দেশের রাখাইন রাজ্যে সেনা অভিযান অবিলম্বে বন্ধ এবং বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা যাতে দেশে ফেরত যেতে পারে সে বিষয়ে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে। খবর এএফপির।
ছয় পৃষ্ঠার এই খসড়া প্রস্তাবে মিয়ানমারের প্রতি কোনো ধরনের অবরোধ আরোপের কথা উল্লেখ করা হয়নি। তবে রোহিঙ্গাদের পুনর্বাসনে দেশটির সরকারের প্রতি বেশ কিছু স্পষ্ট দাবি তুলে ধরা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক পরিষদের এক কূটনীতিক বলেছেন, চীনের তীব্র বিরোধিতা সত্ত্বেও উদ্ভূত রোহিঙ্গা সংকটে এই খসড়া প্রস্তাবই হবে জাতিসংঘের শীর্ষ কর্মকর্তাদের দেওয়া প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়া। তারপরও এ বিষয়ে একটি চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে তারা আশাবাদী।
প্রস্তাবের মূল বিষয়সমূহ -
- খসড়া প্রস্তাবে রাখাইন প্রদেশে সেনাবাহিনীর সহিংসতা ও বিদ্রোহী রোহিঙ্গাদের হামলার নিন্দা জ্ঞাপন
- মানবাধিকার লঙ্ঘনে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী ও উগ্র বৌদ্ধদের সংশ্লিষ্টতায় গভীর উদ্বেগ প্রকাশ
- রোহিঙ্গা মুসলমানদের সহায়তার জন্য রাখাইন রাজ্যে মানবাধিকার কর্মীদের নিরাপদ প্রবেশাধিকারের অনুমতি প্রত্যাশা; কারণ সেনাবাহিনী অভিযান অব্যাহত থাকার কারণে রোহিংগারা এখন ভয়াবহ খাবারের ঝুঁকির মধ্যে রয়েছে।
- জাতিসংঘের তদন্তকারী দলকে মিয়ানমারে অনুসন্ধানের অনুমতি দেওয়া এবং মিয়ানমারে জাতিসংঘের বিশেষ দূত নিয়োগের দাবি উত্থাপন
- আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নের মধ্য দিয়ে রোহিঙ্গাদের নাগরিক অধিকার নিশ্চিত করার আহ্বান
- মানবাধিকারের প্রতি সম্মান রেখে রাখাইনে সৃষ্ট সংকটের মূল খুঁজে বের করার আহ্বান
- রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি ধর্মীয় ও জাতিগত বৈষম্য নিরসন
- মতপ্রকাশের স্বাধীনতা ও মৌলিক সুবিধা নিশ্চিতকরণ
Important News

Highlight of the week
