Studypress News
বাংলাদেশের পাসপোর্ট বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় ৯০তম
26 Oct 2017
বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় বাংলাদেশের অবস্থান ৯০তম। সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের। আর সবচেয়ে কম শক্তিশালী পাসপোর্ট আফগানিস্তানের। তালিকায় আফগানিস্তানের অবস্থান ৯৪তম।দ্বিতীয় শক্তিশালী পাসপোর্ট জার্মানির। তালিকায় যৌথভাবে তৃতীয় অবস্থানে আছে সুইডেন ও দক্ষিণ কোরিয়া। ডেনমার্ক, ফিনল্যান্ড, ইতালি, ফ্রান্স, স্পেন, নরওয়ে, জাপান ও যুক্তরাজ্যের পাসপোর্ট তালিকার চতুর্থ অবস্থানে রয়েছে।
লুক্সেমবার্গ, সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস, বেলজিয়াম, অস্ট্রিয়া ও পর্তুগালের পাসপোর্ট আছে পরের অবস্থানে। যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে ষষ্ঠ অবস্থানে আছে মালয়েশিয়া, আয়ারল্যান্ড ও কানাডা।কম শক্তিশালী পাসপোর্টের তালিকায় আফগানিস্তানের পরে আছে ইরাক, পাকিস্তান, সিরিয়া, সোমালিয়া ও ইয়েমেন।