Studypress News
২০১৭ পুরুষ হকি এশিয়া কাপ
25 Oct 2017

২০১৭ পুরুষ হকি এশিয়া কাপ এশিয়া কাপ হকির দশম আসর, যা বাংলাদেশে ১১-২২ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হয়। এই টুর্নামেন্টের বিজয়ী দল ভারত ২০১৮ বিশ্বকাপে খেলা যোগ্যতা অর্জন করবে।
এক নজরে ২০১৭ পুরুষ হকি এশিয়া কাপ
স্বাগতিক দেশ বাংলাদেশ
দল ৮
মাঠ মাওলানা ভাসানী হকি স্টেডিয়াম
শীর্ষ তিনটি দল
চ্যাম্পিয়ন ভারত (৩য় শিরোপা)
রানার-আপ মালয়েশিয়া
তৃতীয় স্থান পাকিস্তান
প্রতিযোগিতার পরিসংখ্যান
ম্যাচ সংখ্যা ২২
গোল সংখ্যা ১১৪ (ম্যাচ প্রতি ৫.১৮টি)
শীর্ষ গোলদাতা
হারমানপ্রীত সিং, ভারত
ফজল সারি, মালয়েশিয়া (৭ গোল)
Important News

Highlight of the week
