Studypress News

রোহিঙ্গাদের দেখতে বাংলাদেশে জর্দানের রাণী

24 Oct 2017

গত ২৫ আগস্ট মিয়ানমারে সেনা অভিযান শুরুর পর ছয় লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে । তাদের দুরবস্থা দেখতে ২৩ অক্টোবর,২০১৭ রোজ  সোমবার  সকাল ১১টার দিকে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটির বোর্ড সদস্য রানী রানিয়া আল আবদুল্লাহর নেতৃত্বে ১৬ সদস্যের প্রতিনিধি দল জর্দানের রাজধানী আম্মান থেকে সরাসরি কক্সবাজার বিমান বন্দরে পৌঁছান । এর আগে বাংলাদেশে এসেছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের স্ত্রী এমিনে এরদোগান। জর্ডানের রানী রানিয়া আল আব্দুল্লাহ সোমবার দুপুরে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন ।


জর্দানের রানী রানিয়া আবদুল্লাহ ইন্টারন্যাশনাল রেসকিউ কমটিরি (আইআরসি) একজন বোর্ড সদস্য । একই সঙ্গে তিনি জাতিসংঘের মানবিক সংস্থাগুলোর পরার্মশক ।  রানী রানিয়া আল আব্দুল্লাহ কুতুপালং ক্যাম্পে পৌঁছে রোহিঙ্গাদের অবস্থা পর্যবেক্ষণের পাশাপাশি ইউএনএইচসিআর পরিচালনাধীন রোহিঙ্গা শিশুদের স্কুল পরিদর্শন করেন । রোহিঙ্গা ইস্যুতে জর্দান সরকার ভবিষ্যতে বাংলাদেশকে সহযোগিতা করবে।