Studypress News
দ্বিতীয়বারের মতো ফিফার বর্ষসেরা রোনালদো
24 Oct 2017
লিওনেল মেসিকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো । লন্ডনের পলেডিয়াম থিয়েটারে বার্সেলোনার মেসি ও পিএসজির নেইমারকে পেছনে ফেলে পঞ্চমবারের মতো ‘দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার’ পুরস্কারটি জিতে নেন রিয়াল মাদ্রিদ তারকা । সেরা পুরুষ কোচের পুরস্কার জিতেছেন রিয়ালের জিনেদিন জিদান । আর সেরা মহিলা কোচের খেতাব পেয়েছেন নেদারল্যান্ডেসের সারিনা উইগমান। আর বর্ষসেরা গোল ‘পুসকাস অ্যাওয়ার্ড’ জিতেছেন অলিভিয়ের জিরুড।
১৯৯১ সাল থেকেই নিয়মিতভাবে বর্ষসেরা ফুটবলার পুরস্কার দিয়ে আসছিল ফিফা । ২০১০ সাল থেকে ফ্রান্স ফুটবলের ব্যালন ডি’অরের সঙ্গে মিলে একীভূত হয়ে সেটির নাম হয়ে যায় ফিফা-ব্যালন ডি’অর । ছয় বছর পর গত বছর আবার আলাদা হয়ে যায় ফিফা আর ফ্রান্স ফুটবল । কিছু পরিবর্তন এনে ব্যালন ডি’অর দেওয়া হচ্ছে আগের মতোই। আঙ্গিকে বেশ পরিবর্তন এনে ফিফার পুরস্কারটা গত বছর যাত্রা শুরু করেছে ‘দ্য বেস্ট’ নামে নতুনভাবে । প্রথমবারই সেরা হয়েছেন রোনালদো ২০১৭ সালের শুরুতেই। বছর পেরোনোর আগেই অর্থাৎ জানুয়ারি থেকে অক্টোবর আসতে আসতে রোনালদো পেয়ে যায় আরও একটা লা লিগার ট্রফি, আরও একটা ক্লাব বিশ্বকাপ এবং আরও একটা চ্যাম্পিয়নস লিগ । গতবার এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন রোনালদো ছাড়াও মেসি এবং অ্যাতলেটিকো মাদ্রিদের ফরাসি স্ট্রাইকার অ্যান্তোনিও গ্রিজম্যান ।