Studypress News

ভারতীয় অর্থায়নের ১৫ প্রকল্প উদ্বোধন

23 Oct 2017

ভারতীয় অর্থায়নে পরিচালিত বাংলাদেশের ১৫টি প্রকল্পের উদ্বোধন করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। যে ১৫টি প্রকল্প সুষমা স্বরাজ উদ্বোধন করেছেন তার মধ্যে শিক্ষা, স্বাস্থ্যসেবা, তথ্য-প্রযুক্তি, নিরাপদ পানি সরবরাহ ও সামাজিক সুরক্ষা খাতের বিভিন্ন প্রকল্প রয়েছে । ৭১ কোটি ৬৪ লাখ টাকা ব্যয়ের এই প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ৩৬টি কমিউনিটি ক্লিনিক, পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় পানি শোধনাগার প্ল্যান্ট, চট্টগ্রামের বাঁশখালীতে ১৫০ গভীর নলকূপ স্থাপন, সাভারে পাঁচতলা বৃদ্ধাশ্রম, আর কে মিশনে শিক্ষার্থীদের জন্য বিবেকানন্দ ভবন, ইস্কন সিলেটে পাঁচতলা ভবন, রামকৃষ্ণ মিশন ময়মনসিংহ ভবন, চাঁদপুরের ফারাক্কাবাদ ডিগ্রি কলেজে মহাত্মা গান্ধী ভবন ছাড়াও কয়েকটি স্কুলে কম্পিউটার ও খেলার সামগ্রী বিতরণ কার্যক্রম ।

যৌথ পরামর্শক কমিশনের সভার পর ‘ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট অন দ্য এস্টাবলিস্টমেন্ট অব দ্য ইন্টারন্যাশনাল সোলার অ্যায়ায়েন্স’ এ অনুসমর্থনের নথি সুষমা স্বরাজের কাছে হস্তান্তর করেন মাহমুদ আলী।