Studypress News

চতুর্থ অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকির আসর

30 Sep 2017

গত ২৪-৩০ সেপ্টেম্বর শেষ হলো চতুর্থ অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকির আসর। রানার্সআপ হয়েছে বাংলাদেশ। আর ফাইনালে বাংলাদেশকে ৫-৪ গোলে হারিয়ে ভারত হয়েছে চ্যাম্পিয়ন।
বাংলাদেশের  আরশাদ হোসেন জিতে নিয়েছেন এশিয়া কাপ হকির সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার। ঘরের মাঠে ৩২ বছর পর যখন আয়োজিত হলো এশিয়া কাপ, প্রথমবারের মতো ফাইনালে খেললেও শিরোপা ছুঁয়ে দেখার স্বাদ পূরণ হয়নি।
প্রথম ম্যাচে ভারতকে ৫-৪ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ওমানের বিপক্ষে পেয়েছিল ১০-০ গোলের বিশাল জয়। সেমিফাইনালে চায়নিজ তাইপেকেও অনায়াসে হারিয়েছিল বাংলাদেশ। পেয়েছিল ৬-১ গোলের জয়।
সাতটি দল নিয়ে বাংলাদেশে আয়োজিত হয়েছিল এবারের আসর। ২০১১ সালে সর্বশেষ আসরের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়া অংশ নেয়নি এবারের আসরে। জাপানও আসেনি নিরাপত্তাসংক্রান্ত জটিলতায়।