Studypress News
আনুষ্ঠানিকভাবে দেশে চালু হলো পেপ্যাল জুম সেবা
20 Oct 2017
অনলাইনভিত্তিক জনপ্রিয় অর্থ লেনদেন প্রতিষ্ঠান পেপ্যালের জুম সেবা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে চালু হলো ১৯ই অক্টোবর ২০১৭।
বৃহস্পতিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এ সেবার উদ্বোধন করেন। বিশ্বের ২০৩টি দেশে পেপ্যাল সেবা চালু আছে। এর মধ্যে ২৯টি দেশে পূর্ণাঙ্গ সেবা ও ১০৩টি দেশে ইনবাউন্ড সেবা চালু আছে।
এক সময় জুম আলাদা কোম্পানি থাকলেও ২০১৫ সালে পেইপ্যাল তা কিনে নেয়। ওই বছর শেষ দিকেই কয়েকটি ব্যাংকের মাধ্যমে বাংলাদেশে জুমের সেবা চালু হয়। বেশ কিছুদিন পরীক্ষা-নিরীক্ষার পর এর আনুষ্ঠানিক উদ্বোধন হলো। আপাতত এই সেবা হবে ‘ইনবাউন্ড’। অর্থাৎ বিদেশ থেকে বাংলাদেশে টাকা পাঠানো হলে তা তোলা যাবে। তবে বাংলাদেশ থেকে কেউ বিদেশে টাকা পাঠাতে পারবেন না। প্রতিবার সর্বোচ্চ ১০ হাজার ডলার পাঠাতে পারবেন। এক হাজার ডলার পর্যন্ত পাঠাতে ৪.৯৯ ডলার ফি লাগবে। আর এক হাজার ডলারের বেশি অর্থ পাঠাতে কোনো ফি লাগবে না।
এক নজরে পেপ্যাল
পেপ্যাল একটি ই-কমার্স প্রতিষ্ঠান যারা অর্থের স্থানান্তর ইন্টারনেটের মাধ্যমে করার সহায়তা দিয়ে থাকে।
প্রতিষ্ঠা: ১৯৯৮
প্রতিষ্ঠাতা : Ken Howery, Max Levchin, Elon Musk, Luke Nosek, Peter Thiel
মালিক: ইবে (eBay Inc.