Studypress News
ম্যান বুকার জিতে নিলেন যুক্তরাষ্ট্রের সাহিত্যিক জর্জ সান্ডার্স
20 Oct 2017
‘লিংকন ইন দ্য বার্ডো’ উপন্যাস এর জন্য বিশ্ব সাহিত্যের অন্যতম মর্যাদাসম্পন্ন পুরস্কার ম্যান বুকার জিতে নিলেন যুক্তরাষ্ট্রের সাহিত্যিক জর্জ সান্ডার্স।
মঙ্গলবার (১৭ অক্টোবর) যুক্তরাজ্যের লন্ডনের গিল্ডহলে এ বছরের পুরস্কার জয়ীর ঘোষণা করা হয়।
পুরস্কারের ৪৯ বছরের ইতিহাসে পল বিটির পর দ্বিতীয় মার্কিন লেখক হিসেবে ৫৮ বছর বয়সী সান্ডার্স সাহিত্যের সম্মানজনক এ পুরস্কার পেলেন। মূলত ছোটগল্পাকার হিসেবে আন্তর্জাতিকভাবে পরিচিত হলেও স্যান্ডার্সের প্রথম উপন্যাস ‘লিংকন ইন দ্য বার্ডো’।
ইতিহাস আশ্রিত উপন্যাসটিতে ফুটিয়ে তোলা হয়েছে ১৮৬২ সালের পটভূমী। মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের শিশু সন্তান উইলি লিংকনের অকাল মৃত্যু ও তার সমাধি ঘিরে আবর্তিত হয়েছে পুরো কাহিনী। পুরস্কার হিসেবে ৫০ হাজার পাউন্ড পেয়েছেন স্যান্ডার্স।
প্রশ্ন: ‘লিংকন ইন দ্য বার্ডো’ উপন্যাস এর রচয়িতা কে?
ক) আলী স্মিথ ও ফিওনা মোজলি
খ) পল অস্টার ও এমিলি ফ্রিডলান্ড
গ) মহসিন হামিদ
ঘ) জর্জ স্যান্ডার্স