Studypress News
সবচেয়ে কম ম্যাচে ৫০০০ রান ও ২০০ উইকেট সাকিবের
16 Oct 2017
কিম্বার্লিতে আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে ব্যাট হাতে নেমে এই মাইলফলক স্পর্শ করেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এছাড়াও দ্বিতীয় বাংলাদেশি হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৫ হাজার রানের কীর্তি গড়লেন এই ক্রিকেটার। টাইগারদের হয়ে এর আগে ওপেনার তামিম ইকবালই ৫০০০ রানের একক মালিক ছিলেন।
এখন পর্যন্ত ১৭৭ ম্যাচে বোলিং করে সাকিব ২২৪টি উইকেট পেয়েছেন। দুইশ উইকেট ছাড়িয়েছেন তিনি বেশ আগেই। ওয়ানডেতে ৫ হাজার রান ও ২০০ উইকেটের ‘ডাবল’ ছুঁতে লাগল মাত্র ১৭৮ ম্যাচ। দুইশ ম্যাচের নিচে এই ডাবলের কৃতিত্ব নেই আর কোনো ক্রিকেটারের। দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিসের লেগেছিল ২২১ ম্যাচ। শ্রীলঙ্কার জয়াসুরিয়ার লেগেছে ২৩৫ ম্যাচ। পাকিস্তানের শহিদ আফ্রিদি ২৩৯ ও আবদুল রাজ্জাক ২৫৮ ম্যাচে এই ডাবলে পৌঁছান। পাঁচ হাজার রানের ঘরে পৌঁছে সাকিব পঞ্চম ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়লেন।