Studypress News

নয়াদিল্লীতে বিমসটেক ডিএমইক্স-২০১৭

13 Oct 2017

সদস্য দেশগুলোর অংশগ্রহণে ১০ অক্টোবর ভারতের নয়াদিল্লীতে শুরু হতে যাচ্ছে চার দিনব্যাপী বিমসটেক দুর্যোগ ব্যবস্থাপনা মহড়া বা BIMSTEC Disaster Management Exercise-2017 (ডিএমইক্স) এর প্রথম সম্মেলন। এর মূল উদ্দেশ্য বিমসটেক সদস্য দেশগুলোর দুর্যোগ প্রস্তুতি এবং দুর্যোগ পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় আঞ্চলিক সহযোগিতা এবং আন্তঃসরকার সমন্বয় প্রচেষ্টাকে একটি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া।

সাত সদস্য দেশের ১৩৫ জন প্রতিনিধি এই মহড়ায় অংশ নিচ্ছেন। প্রতিটি সদস্য রাষ্ট্র থেকে ১৯ জন করে সিনিয়র কর্মকর্তা অংশ নেবেন। এদের বেশিরভাগ নিজ নিজ দেশে এই মহড়ার সংশ্লিষ্ট নীতি ও কর্মকাণ্ডের দিকনির্দেশনা প্রদানের কাজে নিয়োজিত।

মহড়ায় বন্যা ব্যবস্থাপনা এবং ভবন ধসের ক্ষেত্রে  অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রমের মতো পরিস্থিতির সিমুলেশন করা হয়েছে।

গত বছর গোয়াতে বিমসটেক সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুর্যোগ ব্যবস্থাপনায় ঘনিষ্ঠ সহযোগিতার যে আহ্বান জানান তার পরিপ্রেক্ষিতে ডিএমইক্স -২০১৭ আয়োজন করা হচ্ছে।