Studypress News
ইউনেসকো ছাড়ল আমেরিকা
13 Oct 2017

জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থাকে (ইউনেসকো) ইসরায়েলবিরোধী আখ্যা দিয়ে সংস্থাটি থেকে নিজের সদস্যপদ প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র। এ সিদ্ধান্ত আগামী ৩১ ডিসেম্বর থেকে কার্যকর হবে। মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।
পররাষ্ট্র দপ্তর থেকে বলা হয়েছে, প্যারিসভিত্তিক এই সংস্থার প্রতিনিধিত্ব প্রত্যাহার করে তারা সংস্থাটিতে পর্যবেক্ষক মিশন পাঠাবে।
বিবৃতিতে বলা হয়, ‘এ সিদ্ধান্ত ইউনেসকোর বেশ কিছু বিষয় নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগকে প্রতিফলিত করেছে, এ সংস্থার সংস্কার প্রয়োজন, এ সংস্থার ইসরায়েলবিরোধী পক্ষপাত রয়েছে।’
ইউনেসকো ফিলিস্তিনকে পূর্ণ সদস্যপদ প্রদানের সিদ্ধান্ত নেওয়ায় ২০১১ সালে এ সংস্থায় অর্থায়নে বড় ধরনের কাটছাঁট করে যুক্তরাষ্ট্র। ইউনেসকোর সঙ্গে যুক্তরাষ্ট্রের বড় ধরনের মতবিরোধ সত্ত্বেও মার্কিন প্রশাসন সংস্থার সদর দপ্তরে নিজেদের অবস্থান অব্যাহত রাখে। সেই অবস্থান থেকে আরো সরে আসার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। তবে সংস্থাটিতে পর্যবেক্ষকের ভূমিকায় থাকতে চায় তারা।
সাময়িকী ফরেন পলিসির প্রতিবেদনে বলা হয়েছে, অর্থ বাঁচানোর উদ্দেশ্য থেকেই যুক্তরাষ্ট্র এ সিদ্ধান্ত নিয়েছে।
জাতিসংঘের সংস্থাগুলোতে যুক্তরাষ্ট্রের আর্থিক অবদানকে অসামঞ্জস্যপূর্ণ বলে সমালোচনা করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাতিসংঘের নিয়মিত বাজেটে ২২ শতাংশ ও শান্তিরক্ষা মিশনে ২৮ শতাংশ বরাদ্দ দেয় যুক্তরাষ্ট্র।
Important News

Highlight of the week
