Studypress News
ইউটিউব -এ নতুন সার্ভিস যোগ।
16 Nov 2015
নতুন কয়েকটি সার্ভিস যোগ করেছে সার্চ ইঞ্জিন গুগলের ভিডিও শেয়ারিং সাইট ইউটিউব। এর মধ্যে রয়েছে ননস্টপ স্টেশন ও অরিজিনাল ট্র্যাক। এ সার্ভিসের মাধ্যমে মিউজিক স্ট্রিমিংয়ে ইউটিউব ভালো করবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা। এ লক্ষ্যে সংগীত শিল্পীদের সঙ্গে চুক্তির ভিত্তিতে তাদের মূল মিউজিক সংগ্রহ করেছে ইউটিউব। এর ফলে সাইটটি ব্যবহারকারীরা নিখুঁতভাবে মিউজিক শুনতে পারবে। ইউটিউব মিউজিকে রয়েছে ভিডিও ও অডিও গানের সমাহার। ব্যবহারকারীরা ভিডিও কিংবা অডিও থেকে যে কোনোটি বেছে নিতে পারবেন। এতে থাকছে নন-স্টপ স্টেশন। রয়েছে বহু স্টেশনও।