Studypress News
এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটিতে সাকিব আল হাসান
06 Oct 2017
বাংলাদেশ ক্রিকেটের জন্য আরেকটি বড় সম্মান বয়ে আনলেন সাকিব আল হাসান। ইংল্যান্ডের ঐতিহ্যবাহী মারিলেবোন ক্রিকেট ক্লাব এমসিসির বিশ্ব ক্রিকেট কমিটির সদস্য হয়েছেন এই অলরাউন্ডার।
২০০৬ সালে প্রতিষ্ঠিত এমসিসি ক্রিকেট কমিটিতে থাকেন বর্তমান ও সাবেক ক্রিকেটার-আম্পায়াররা। নতুন কমিটির দায়িত্ব শুরু হয়েছে ১ অক্টোবর থেকে। কমিটির চেয়ারম্যান সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইক গ্যাটিং।
গত ১৮ সেপ্টেম্বর সাকিবকে চিঠি দিয়ে বিশ্ব ক্রিকেট কমিটির সদস্য হিসেবে এমসিসির নিয়োগ দেয়ার কথা জানায় আইসিসি। ক্রিকেটের আইন-কানুন, ভালো-মন্দ, পরিবর্তনসহ প্রাসঙ্গিক অনেক কিছু নিয়েই এই কমিটি সুপারিশ করে আইসিসিকে। সম্প্রতি ব্যাটের আকার থেকে শুরু করে বদলে যাওয়া বেশ কিছু আইনের সুপারিশ যেমন এসেছিল এই কমিটি থেকেই।