Studypress News
তিনদিনব্যাপী “সেকেন্ড ইন্ডিয়া ওশান কনফারেন্স ২০১৭” সম্পন্ন
05 Oct 2017
৩১ আগষ্ট শ্রীলংকার রাজধানী কলম্বোয় অনুষ্ঠিত ইন্ডিয়া ফাউর্ডেশন -এর উদ্যোগে বাংলাদেশ, শ্রীলংকা ও সিঙ্গাপুরের থিংকট্যাংক সমুহের পার্টানারশীপে আয়োজিত হয় তিনদিনব্যাপী “সেকেন্ড ইন্ডিয়া ওশান কনফারেন্স ২০১৭”।
উল্লেখ্য, কনফারেন্সে ২৯টি দেশের প্রতিনিধি উপস্থিত ছিল। এবারের কনফারেন্সের প্রতিপাদ্য বিষয় ছিল পিস, প্রোগ্রেস এন্ড প্রোসপারেটি। বিগত প্রথম সম্মেলন ২০১৬ সালে সিঙ্গাপুরে অনুষ্ঠিত হয়েছিল।
ভারতের ইনস্টিটিউট অফ চাইনিস স্টাডিস এর পরিচালক এবং সাবেক রাষ্ট্রদূত অশোক কান্থা-এর সভাপতিত্বে সেশনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রীলংকার প্রধানমন্ত্রী রানিল উইকরেমিসিং, ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুশমা সরোজ)সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাক্রিশানান।