Studypress News
ডব্লিউসিআইটি এর ২০তম আসর বসে ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায়।
05 Oct 2017
তথ্যপ্রযুক্তি খাতের অন্যতম সম্মেলনওয়ার্ল্ড কংগ্রেস অন ইনফরমেশন টেকনোলজির (ডব্লিউসিআইটি) ২০তম আসর বসে ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায়। ৩ অক্টোবর ব্রাজিলিয়ান অ্যাসোসিয়েশন অব ইনফরমেশন টেকনোলজি কোম্পানিজ (এএসএসইএসপিআরও) আয়োজনে সম্মেলনটি শুরু হয়।দক্ষিণ আমেরিকায় তথ্যপ্রযুক্তির এটাই প্রথম বৃহৎ সম্মেলন। বিশ্বের প্রায় ৮০টি দেশ থেকে প্রায় তিন হাজার লোক এই সম্মেলনে অংশগ্রহণ করেন।
১৯৭৮ সাল থেকে এই সম্মেলনের আয়োজন করে আসছে ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সার্ভিস অ্যালায়েন্স (উইটসা)।পৃথিবীর স্বনামধন্য আইটি প্রতিষ্ঠানগুলোসহ পৃথিবীর ৮২টি দেশ এই সংগঠনের সদস্য। এই সদস্যরাই সারা পৃথিবীর ৯০ শতাংশ তথ্যপ্রযুক্তির ব্যবসা নিয়ন্ত্রণ করে।উইটসার সদস্য হিসেবে বিসিএস এই সম্মেলনে অংশ নেবে। ১৯৯৯ সালে বিসিএস উইটসার সদস্যপদ অর্জন করে।এর আগে ২০১৪ সালে এই সম্মেলন মেক্সিকোতে অনুষ্ঠিত হয়েছে। ২০২১ সালে ডব্লিউসিআইটি সম্মেলন অনুষ্ঠিত হবে বাংলাদেশে।