Studypress News
চিকিৎসায় নোবেল পেলেন তিন মার্কিন বিজ্ঞানী
02 Oct 2017

এ বছর চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের তিন বিজ্ঞানী ও গবেষক। কোষ কীভাবে সময়ের হিসাব করে সেই পদ্ধতি আবিষ্কারের জন্য তাদের এবারের পুরস্কার দেওয়া হয়েছে।
এবারের নোবেলজয়ী বিজ্ঞানীরা হলেন জেফ্রি হল, মাইকেল রসবাশ ও মাইকেল ইয়ং।
অর্থনীতি ছাড়া অন্য বিষয়গুলোতে ১৯০১ সাল থেকে পুরস্কার প্রদান করা হয়, কিন্তু অর্থনীতিতে পুরস্কার প্রদান শুরু হয়েছে ১৯৬৯ সালে। বর্তমানে মোট ছয়টি(৬টি) বিষয়ে পুরস্কার প্রদান করা হয়। বিষয়গুলো হল: (১)পদার্থবিজ্ঞান, (২)রসায়ন, (৩) চিকিৎসা, (৪)অর্থনীতি, (৫)সাহিত্য এবং (৬)শান্তি।
২০১৭ সালের নোবেল পুরস্কার ঘোষণার মাত্র এক সপ্তাহ আগে নোবেল ফাউন্ডেশন জানিয়েছে, এ বছরের পুরস্কার বিজয়ীরা ১০ লাখ মার্কিন ডলারের বেশি নগদ অর্থ পুরস্কার পাবেন। প্রতিটি বিভাগে ২০১৭ সালের নোবেল পুরস্কারের নগদ অর্থের পরিমাণ হবে ১১ লাখ মার্কিন ডলার।
২০১২ সালে নোবেল পুরস্কারের নগদ অর্থের পরিমাণ ২০ শতাংশ কমিয়ে এক কোটি ক্রোনা থেকে ৮০ লাখ ক্রোনা করা হয়। ২০০১ সাল থেকে এ পরিমাণ অর্থ দেয়া হচ্ছিল।
নোবেল পুরস্কার ঘোষণার ঐতিহ্য অনুযায়ী প্রতি বছর প্রথমেই চিকিৎসা শাস্ত্রের জন্য এ পুরস্কার ঘোষণা করা হয়ে থাকে। পরবর্তী দুইদিনে যথাক্রমে পদার্থবিদ্যা ও রসায়ন বিভাগের নোবেল পুরস্কার ঘোষণা করা হবে। ৬ অক্টোবর নোবেল শান্তি পুরস্কার ঘোষণা করা হবে। নোবেল সাহিত্য পুরস্কার ঘোষণার দিন এখন পর্যন্ত নির্ধারণ করা হয়নি।
Important News

Highlight of the week
