Studypress News

বিদ্যুৎখাতে ১৭ কোটি ডলার দিচ্ছে World Bank.

16 Nov 2015

বাংলাদেশে বিদ্যুৎ খাতের উন্নয়নে ১৭ কোটি ৭০ লাখ ডলার ঋণ অনুমোদন করেছে বিশ্ব ব্যাংক। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাসভিত্তিক একটি বিদ্যুৎ কেন্দ্রকে কম্বাইন্ড সার্কেল বিদ্যুৎ কেন্দ্রে রূপান্তর এবং বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার উন্নয়নে এই অর্থ ব্যয় করা হবে। গত ১৩/১১/২০১৫ তারিখ শুক্রবার ওয়াশিংটনে বিশ্ব ব্যাংকের প্রধান কার্যালয় থেকে প্রকাশিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের জন্য নতুন করে এই ঋণ অনুমোদনের কথা জানানো হয়েছে। ৩৮ বছরে বাংলাদেশকে ঋণের অর্থ পরিশোধ করতে হবে। এক্ষেত্রে গ্রেস পিরিয়ড থাকছে ছয় বছর। সুদ দিতে হবে দশমিক ৭৫ শতাংশ হারে। সিদ্ধিরগঞ্জে ৩০০ মেগাওয়াটের গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ২০০৮ সালে ৩৫ কোটি ডলার দিয়েছিল বিশ্ব ব্যাংক। এখন ওই কেন্দ্রটি কম্বাইন্ড সার্কেলে রূপান্তর করা হবে, যাতে উৎপাদন ক্ষমতা বেড়ে কেন্দ্রটি থেকে ৩৩৫ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে। পাশাপাশি কেন্দ্রটি থেকে কার্বণ নিঃসরণের হারও কমবে বলে বিশ্ব ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।