Studypress News

সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপের রানার্সআপ বাংলাদেশ

27 Sep 2017

ভুটানের থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে বুধবার নেপাল ২-০ গোলে ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে নিয়েছে। পয়েন্ট সমান ৯ করে হলেও নিজেদের মধ্যের ম্যাচে নেপালের সাথে হারার কারণে বাংলাদেশ রানার্সআপ হল। 
শ্রীলঙ্কা নাম প্রত্যাহার করে নেওয়ায় এবার দুই গ্রুপে খেলা হয়নি। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে সবাই সবার সঙ্গে খেলেছে। চার ম্যাচে তিন জয় ও এক হারে রানার্সআপ হয়েছে বাংলাদেশ। 
তিন গোলে পিছিয়ে পড়ার পর ভারতকে নিজেদের প্রথম ম্যাচে ৪-৩ ব্যবধানে হারায় বাংলাদেশ। পরের ম্যাচে মালদ্বীপকে ২-০ গোলে হারিয়ে শিরোপা সম্ভাবনা উজ্জ্বল করে।
নেপালের কাছে ২-১ গোলে হেরে যাওয়ায় বাংলাদেশের শিরোপা স্বপ্ন শঙ্কায় পড়ে যায়। শেষ পর্যন্ত ভুটানকে হারিয়ে সম্ভাবনা জাগালেও নেপালের কাছে হারের মাশুল দিতে হলো মাহবুব হোসেন রক্সির দলের।
চার ম্যাচে ৫ গোল নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন বাংলাদেশের জাফর ইকবাল।
গুরুত্বপূর্ণ তথ্য:
টুর্নামেন্টের নাম: সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপ
অনুষ্ঠিত হয়: ভুটান 
অংশগ্রহণকারী দল: বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, ভুটান, নেপাল 
চ্যাম্পিয়ন: নেপাল 
সর্বোচ্চ গোলদাতা : জাফর ইকবাল (৫টি), বাংলাদেশ