Studypress News

আগাম নির্বাচন ডাকলেন শিনজো আবে

27 Sep 2017

আগাম নির্বাচনের আহ্বান জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। ২৬ই সেপ্টেম্বর ২০১৭ এ আহবান জানান তিনি। জাপানের বিরোধীদলের অবস্থা বর্তমানে দুর্বল ও ভঙ্গুর। বিরোধীদলের এমন অবস্থাকে কাজে লাগিয়ে নতুন করে ক্ষমতায় আসতে চাচ্ছেন আবে। উল্লেখ্য, আবের বিরুদ্ধে বেশ কয়েকটি কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তবে জনমত জরিপে দেখা গেছে সম্প্রতি জনগণের কাছে পুনরায় জনপ্রিয় হয়ে উঠছেন তিনি। আবে সাংবাদিকদের বলেন, ‘আমি সেপ্টেম্বরের ২৮ তারিখে পার্লামেন্ট ভেঙ্গে দেবো।’ এটা হচ্ছে কোন সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগের পদক্ষেপ। নির্বাচনটি কবে অনুষ্ঠিত হবে সে বিষয়ে কিছু বলেন নি আবে। তবে ধারণা করা হচ্ছে, অক্টোবরের ২২ তারিখ ভোট গ্রহণ করা হতে পারে। জনমত জরিপে দেখা গেছে উত্তর কোরিয়ার বিরুদ্ধে আবের উগ্র জাতিয়তাবাদী অবস্থান সমর্থন করে ভোটাররা। উত্তর কোরিয়ার সঙ্গে দেশটির উত্তেজনা বেড়েই চলেছে। ইতিমধ্যে উত্তর কোরিয়া দেশটির ওপর দিয়ে দুটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। পাশাপাশি জাপানকে ডুবিয়ে দেয়ার হুমকিও দিয়েছে পিয়ংইয়ং। আবে বলেন, ‘এই নির্বাচন হচ্ছে গণতন্ত্রের কেন্দ্র। উত্তর কোরিয়ার হুমকি এতে প্রভাব ফেলা উচিৎ নয়। বরং, এই নির্বাচনের মাধ্যমে আমি দেখতে চাই জনগণ কিভাবে উত্তর কোরিয়া ইস্যুটি সামলাতে চায়।’