Studypress News
ডাচ-বাংলা ও ব্র্যাক ব্যাংকের টিএফপি পুরস্কার অর্জন
07 Sep 2017

বাংলাদেশের দু’টি ব্যাংক ডাচ-বাংলা ব্যাংক লি. ও ব্র্যাক ব্যাংক লি. তৃতীয় বার্ষিক ট্রেড ফাইন্যন্স প্রোগ্রাম (টিএফপি) পুরস্কার অর্জন করেছে। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) সিঙ্গাপুরে পুরস্কার বিজয়ী বিশ্বের অন্যান্য ব্যাংকের সঙ্গে বাংলাদেশের এ দু’টি ব্যাংকের নাম ঘোষণা করে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এডিবি এক অনুষ্ঠানে সংস্থার তৃতীয় বার্ষিক টিএফপি পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করে। অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের দেড় শতাধিক অতিথি অংশ নেন।
১৭টি দেশের ১৮টি শীর্ষ অংশীদার ব্যাংককে এই টিএফপি পুরস্কারের স্বীকৃতি দেয়া হয়। বাংলাদেশের শীর্ষ অংশীদার ব্যাংক হিসেবে ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডকে স্বীকৃতি দেয়া হয়েছে।
এছাড়া টিএফপি বাত্সরিক বাণিজ্য চুক্তি, বেস্ট এসএমই বাণিজ্য চুক্তি, জেন্ডার স্ট্র্যাটেজিতে অত্যন্ত অগ্রগামী ব্যাংক এবং বছরের সাপ্লাই চেইন ফাইন্যন্স পার্টনারসহ নতুন পুরস্কার ক্যাটাগরির প্রবর্তন করেছে। ব্র্যাক ব্যাংক লিমিটেডকে জেন্ডার স্ট্র্যাটেজিতে অত্যন্ত অগ্রগামী হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে।
Important News

Highlight of the week
