Studypress News

চিরবিদায় নিলেন নিসর্গ-প্রেমিক’ লেখক দ্বিজেন শর্মা

16 Sep 2017

‘নিসর্গ-প্রেমিক’ লেখক দ্বিজেন শর্মা চিরবিদায় নিলেন। (সেপ্টেম্বর ১৫) শুক্রবার ভোর ৪টার দিকে স্কয়ার হাসপাতালর চিকিৎসাধীন অবস্থায় প্রাণ ও প্রকৃতির মায়া ত্যাগ করে চলে যান। তার বয়স হয়েছিল ৮৮ বছর। প্রকৃতি বিজ্ঞান ও ভেষজ চিকিৎসা শাস্ত্রের ওপর লেখা তার বেশ কয়েকটি বই রয়েছে। দ্বিজেন শর্মা লেখক হিসেবে খুব পরিচিত একটি নাম। 

১৯২৯ সালে লেখক দ্বিজেন শর্মা মৌলভীবাজারের বড়লেখায় জন্মগ্রহণ করেন। বাবা ছিলেন নামকরা কবিরাজ। ফলে ছোটবেলা থেকেই লতা-পাতা, বৃক্ষ এবং প্রকৃতির সঙ্গে তার বন্ধুত্ব গড়ে উঠে। প্রাণ ও প্রকৃতির সন্ধানে তিনি নিজেকে নিয়োজিত রেখেছিলেন। উদ্ভিদ জগত এবং বিজ্ঞানের ওপর তার দেড় ডজনের মতো বই রয়েছে। তিনি রাজধানী ঢাকার অনেক জায়গায় বাগান করার ক্ষেত্রে ভূমিকা পালন এবং গাছ রোপণ করেছেন। তিনি ঢাকাকে প্রকৃতি-বান্ধব শহর হিসাবে গড়তে চেয়েছিলেন। উদ্ভিদ ও প্রকৃতির নিয়ে তার লেখা ‘শ্যামলী নিসর্গকে’ একটি আকরগ্রন্থ হিসাবে বিবেচনা করা হয়। দ্বিজেন শর্মা কলকাতা সিটি কলেজ থেকে স্নাতক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি করেন। তিনি উদ্ভিদ বিজ্ঞানের অধ্যাপক হিসাবে নটরডেম কলেজসহ কয়েকটি কলেজে চাকরি করেছেন। এরপর প্রগতি প্রকাশনে চাকুরী নিয়ে মস্কোয় থাকেন অন্তত ২০ বছর। দেশে ফিরে এসে কাজ করছেন এশিয়াটিক সোসাইটিতে। ফুলগুলি যেন কথা , গাছের কথা ফুল কথা , এমি নামের দুরন্ত মেয়েটি , সমাজতন্ত্রে বসবাস তার গ্রন্থাবলী। বামপন্থী রাজনীতির সঙ্গে জড়িত থাকার কারণে তাকে আত্মগোপনেও থাকতে হয়েছে। লেখালেখির সুবাদে তিনি একুশে পদক ও বাংলা একাডেমী পুরস্কারে ভূষিত হয়েছিলেন।