Studypress News
ক্যাটাগরি ৫ হারিকেন ইরমার আঘাতে লন্ডভন্ড ফ্লোরিডা
15 Sep 2017

দক্ষিণ ফ্লোরিডায় ২১০ কিলোমিটার বেগে ক্যাটাগরি ৫ হারিকেন ইরমা আঘাত হেনেছে ১০ই সেপ্টেম্বর শুক্রবার। প্রায় ১৬ লক্ষ বাড়িতে ছিলনা বিদ্যুৎ সংযোগ। ৬৫ লক্ষ লোক নিজের আবাস ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন- যা ওই অঙ্গরাজ্যের মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশ।
প্রশান্ত মহাসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ইরমা বেশ কতগুলো ক্যারিবিয়ান দ্বীপে ধ্বংসযজ্ঞ চালিয়ে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে আঘাত শুরু করে।
'স্টর্ম সার্জে' ঝোড়ো বাতাস সমুদ্রের জলকে ঠেলে দিয়ে প্রায় সাড়ে চার মিটার উঁচু ঢেউয়ের আকারে উপকূলে আছড়ে ফেলে।
এদিকে বাহামা দ্বীপপুঞ্জ থেকে আসা বিভিন্ন ছবিতে দেখা যাচ্ছে ঘূর্ণিঝড় ইরমা-র অভিঘাতে সেখানে কোনও কোনও জায়গায় সমুদ্র বহুদূর পর্যন্ত উধাও হয়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা বলছেন লং আইল্যান্ড নামে একটি দ্বীপের চারপাশে সমুদ্রের পানি যেন হঠাৎই শূন্যে মিলিয়ে গেছে।
ইরমার আঘাতে প্রাণহানি হয়েছে ১০১ জনের। আর এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৬২.৮৭ বিলিয়ন মার্কিন ডলার।
Important News

Highlight of the week
